Darjeeling Lok Sabha : বিজিপিএমের প্রস্তাবেই সমর্থন! দার্জিলিঙে প্রাক্তন আমলাকেই প্রার্থী করল তৃণমূল – gopal lama ex ias got tmc lok sabha candidate ticket from darjeeling


লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে বিজিপিএমের সঙ্গে হাত মিলিয়ে চলবে তৃণমূল কংগ্রেস। এমনটাই জল্পনা ছিল রাজনৈতিক মহলে। বিজিপিএমের মনোনীত প্রার্থীকেই বেছে নেবে শাসক দল, সম্ভাবনা ছিল প্রবল। সেই জল্পনাই সত্যি হল। দার্জিলিঙে তৃণমূলের প্রার্থী হলেন গোপাল লামা।প্রাক্তন আমলাকে যে প্রার্থী করা হবে তা আগে থেকেই জল্পনা ছিল। রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে গোপাল লামার নাম ঘোষণা করা হয়। কিছুদিন আগেই গোপাল লামা বিজিপিএমে যোগ দিয়েছিলেন। তিনি প্রার্থী হবেন তা নিয়ে আলোচনা চলছিল। দার্জিলিংয়ের তৃণমূলের জোটসঙ্গী অনীত থাপার বিজিপিএম দল। অনীত থাপা গোপাল লামার নাম প্রস্তাব করেছিলেন।

বিষয়টি নিয়ে তৃণমূলের রাজ্য নেতৃত্বের সঙ্গেও কথা বলেন অনীত থাপা। অনীত থাপার প্রস্তাব ও তাঁর বেছে নেওয়া প্রার্থীকেই প্রথম থেকে পছন্দ ছিল তৃণমূল নেতৃত্বের। কিছুদিন আগেই বিজিপিএম যোগ দেন গোপাল লামা। তাঁকে উপদেষ্টা করা হয় দলের। তবে গোপাল লামা বিজিপিএম নাকি তৃণমূলের প্রার্থী হবেন তা নিয়ে জল্পনা ছিল।

TMC candidate List : ২৪ থেকে ৭৭! তৃণমূলের প্রার্থী তালিকায় সর্ব কনিষ্ঠ-বরিষ্ঠ প্রার্থী কারা?
কিছুদিন আগেই আনুষ্ঠানিকভাবে প্রাক্তন আমলা গোপাল লামাকে নিজেদের দলে যোগদান করিয়েছেন বিজিপিএম অনীত থাপা। একটা সময় দার্জিলিং জেলায় মহকুমা শাসক থেকে শুরু করে পরবর্তীকালে অতিরিক্ত জেলা শাসক পদে কাজ করেছেন এই প্রাক্তন আমলা। গোটা দার্জিলিংকে নিজের হাতের তালুর মতো চেনেন তিনি। বিজেপির গতবারের প্রার্থী রাজু বিস্তা বা কূটনীতিবিদ হর্ষবর্ধন শ্রীংলাকে প্রার্থী করতে পারে বিজেপি। বিনয় তামাংকে প্রার্থী করার সম্ভাবনা রয়েছে কংগ্রেস শিবির থেকে। সেক্ষেত্রে দার্জিলিঙে লোকসভায় রাজনৈতিক লড়াইয়ের উত্তাপ যে অনেকটাই বাড়বে সে কথা বলাই বাহুল্য।

এদিনের নাম ঘোষণা হতেই স্বাভাবিক ভাবেই খুশি জেলা তৃণমূল নেতৃত্ব। জিটিএ চিফ এগজিকিউটিভ অনীত থাপা আগেই জানিয়েছেন, তৃণমূল ও বিজিপিএমের জোট রয়েছে। যে প্রার্থী হবেন তাঁর হয়ে প্রচার করা হবে। এ দিকে গোপাল লামা প্রশাসনিক পদে থাকাকালীন জেলায় ভাল পরিচিতি ছিল। এছাড়াও তিনি এখানকার ভূমিপুত্র। ফলে এবারের নির্বাচনে তৃণমূলের দখলে এই আসন যাবে বলে আশাবাদী তৃণমূল নেতৃত্ব। কয়েকদিনের মধ্যেই প্রার্থীর হয়ে প্রচার শুরু হয়ে যাবে বলেও জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *