Mamata Banerjee : নির্বাচনের নামে ‘কলঙ্ক’, পদত্যাগী কমিশনারকে ব্রিগেড থেকে স্যালুট মমতার – mamata banerjee raises the issue of election commissioner arun goel resignation issue from brigade rally


আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে কড়া সুরক্ষা ব্যবস্থা দেওয়ার ব্যাপারে স্পষ্ট নির্দেশিকা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এর মাঝেই নির্বাচন কমিশনারের পদ থেকে পদত্যাগ করলেন অরুণ গোয়েল। বিষয়টি নির্বাচনের নামে ‘কলঙ্ক’ বলে দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।জানা গিয়েছে, মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের সঙ্গে বেশ কিছু বিষষে মতানৈক্যের জেরেই পদত্যাগ করেছেন অরুণ গোয়েল। ব্রিগেড থেকে সেই প্রসঙ্গেই আওয়াজ তোলেন মমতা। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন এবং বলপ্রয়োগের ক্ষেত্রে দিল্লির নেতাদের (বিজেপি) এবং তার শীর্ষ কর্তাদের চাপের কাছে নতি স্বীকার না করার জন্য আমি অরুণ গোয়েলকে স্যালুট জানাই৷ এটা প্রমাণিত হয়েছে যে তারা (মোদী সরকার) কী করতে চায়৷ নির্বাচনের নামে তারা ভোট লুট করতে চায়।’

বিস্তারিত আসছে…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *