Suvendu Adhikari : ঝাড়গ্রামের BJP সাংসদের হঠাৎ দলত্যাগ কেন? কারণ ব্যাখ্যা শুভেন্দুর – suvendu adhikari described why jhargram bjp mp kunar hembram resigned


লোকসভা নির্বাচনের আগেই পদ্ম শিবিরে ভাঙন। পদত্যাগ করেছেন ঝাড়গ্রামের বিদায়ী বিজেপি সাংসদ কুনার হেমব্রম। তবে তিনি রাজনৈতিক কোনও কারণে দল ছাড়েননি, ব্যক্তিগত কারণে দল ছেড়েছেন, বলে সাফাই বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর।ঝাড়গ্রামের সাংসদের দলত্যাগ করা প্রসঙ্গে শুভেন্দু বলেন, রাজনীতি ছেড়েছেন উনি। তিনি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। আইআইটি খড়্গপুরের কৃতি ছিলেন।’ শুভেন্দুর কথায়, তিনি বলেছেন ব্যক্তিগত কারণে রাজনীতি থেকে সরে গেলাম। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে রক্ষা করতে চান তারা এসব প্ল্যান করেন। কিন্তু কোনও লাভ হবে না। দূরবীন দিয়ে দেখতে হবে লোকসভার ভোটে গণনার দিন।

প্রসঙ্গত, ভোটের মুখে বিজেপি সাংসদের দলত্যাগ নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। যদিও সাংসদ পদত্যাগ করার পর জানিয়েছেন, বিজেপিতে কে টিকিট পাবেন কি পাবেন না, সেটা আগে থেকে বোঝা সম্ভব নয়। তবে তাঁর ব্যাখ্যা, তিনি ব্যক্তিগত কারণেই রাজনীতি থেকেই দূরে সরে যাচ্ছেন। যদিও, রাজনৈতিক কোনও কারণ ব্যাখ্যা না হলেও হঠাৎ করেই তিনি ভোটের মুখে কেন সরে দাঁড়ালেন, তা নিয়ে গুঞ্জন রয়েছে দলের অন্দরেই। দু’দিন আগেও রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মুকুটমণি অধিকারী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তারপরেই বিজেপি সাংসদের দলত্যাগের পরেই নির্বাচনের মুখেই গেরুয়া শিবিরে ভাঙন নিয়ে অস্বস্তির মধ্যে পড়তে হয় বিজেপিকে।

এদিকে, শনিবার রাতেই IPS প্রসূণ বন্দ্যোপাধ্যায় স্বেচ্ছাবসর নিয়েছেন। তাঁর রাজনীতিতে যোগদান নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে। আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ প্রসঙ্গে শুভেন্দু বলেন, তাতে কি হয়েছে, তৃণমূলই তো ছিল। উর্দিটা খুলবে, তৃণমূলের ঝান্ডা ধরবে।’ তাঁর কথায়, এটা নতুন কি আছে! আগে উর্দি পরে মিথ্যা মামলা দিত। বিরোধী দলের লোকেদের ফাঁসাতো। এখন সরাসরি রাজনৈতিক দলের হয়ে ভোটে দাঁড়াবে। তাঁর দাবি, যেখানেই দাঁড়াক উনি গো হারান হারাবো আমরা। এটা পঞ্চায়েত পুরসভার ভোট নয়।

Kunar Hembram : বিড়ম্বনা আরও বাড়ল পদ্ম শিবিরের, ভোটের আগেই দলত্যাগ ঝাড়গ্রামের বিজেপি সাংসদের
প্রসঙ্গত, আজ রবিবার ব্রিগেড জনসভা করছে তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনে দলের প্রচার কোন অভিমুখে হবে, সেই সুর বেঁধে দিতেই আজ তৃণমূল কংগ্রেস এই বিরাট সমাবেশের আয়োজন করতে চলেছে। অন্যদিকে, আজকেই সন্দেশখালিতে সভা করবেন শুভেন্দু অধিকারী। ন্যাজাটের দক্ষিণ আক্রাতলায় শুভেন্দু সভা করতে পারেন বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *