TMC Candidate List : টিকিট না পাওয়ায় গোঁসা? তৃণমূল ছাড়লেন অভিনেত্রী সায়ন্তিকা – sayantika banerjee left tmc after announcement of candidate list


তৃণমূল ছাড়লেন অভিনত্রী তথা তৃণমূলের মহিলা নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। রবিবার প্রার্থী তালিকা ঘোষণার পরেই তাঁর পক্ষ থেকে এই পদত্যাগের খবর সামনে এসেছে। দলীয় প্যাডে নিডের পদত্যাগ পত্র রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে পেশ করেছেন তিনি। তাঁর এই পদত্য়াগকে ঘিরে ইতিমধ্যেইই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। তাঁর পদত্যাগকে শুরু হয়েছে জল্পনা।পদত্যাগ পত্রে সায়ন্তিকা লিখেছেন, ‘আমি গত ৩ বছর ধরে দলের সামগ্রিক রাজনৈতিক-প্রতিবাদী এবং উন্নয়ন কর্মসূচির সঙ্গে সামগ্রিকভাবে জড়িত ছিলাম, দলের সুনির্দিষ্ট পার্টি লাইন অনুসরণ করে সমস্ত কর্মসূচিতে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। এই পর্যায়ে আমি দলের সমস্ত রাজনৈতিক দায়িত্ব থেকে ইস্তফা দিচ্ছি।’ একইসঙ্গে তিনি লেখেন, এই সিদ্ধান্ত এখাবন্ত ব্যক্তিগত কারণবশত। আশাকরি আমার ইস্তফা বিবেচনার সঙ্গে গৃহীত হবে।’

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে বিজেপির নীলাদ্রি শেখর দানার কাছে ১ হাজার ৩৭৬ ভোটে পরাজিত হয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কিন্তু,সেই পরাজয়ের পরেও সেখানকার রাজনীতিতে অবাধ বিচরণ দেখা গিয়েছে সায়ন্তিকার। নিজের বহিরাগত তকমা ঝেড়ে ফেলে বাঁকুড়ায় মাটিতে একপ্রকার ঘাঁটি গেড়ে ফেলেছিলেন তিনি। তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতেও দেখা গিয়েছে তাঁকে।

সম্প্রতি এক কর্মসূচিতে গিয়ে সায়ন্তিকা দাবি করেন, তৃণমূলের প্রতীক নিয়ে যে দাঁড়াবে সেই জিতবে। যদি একটি বটগাছও প্রার্থী হয়ে দাঁড়িয়ে যায়, তাহলে সেটিও জিতবে। সায়ন্তিকা নলেন, “যদি তৃণমূলের পক্ষ থেকে বটগাছ প্রতীক পায়, তাহলে সেটিও জিতবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে রাজ্যের মানুষের পাশে, বিশেষত জঙ্গলমহলের পাশে ছিলেন আছেন ও থাকবেন সেটা অন্য কেউ পারবে না। আর সেটা ইতিমধ্যে প্রমানিতও হয়ে গিয়েছে।’

একইসঙ্গে সাধারণ মানুষের জন্য সায়ন্তিকার বার্তা দেন, বিজেপির সাংসদরা যখন ফের ভোট চাইতে আসবেন তখন তাঁদের কাছে ৫ বছরে ২৫ কোটি টাকার উন্নয়ন নিয়ে জানতে হবে। সেই প্রসঙ্গে সায়ন্তিকা কটাক্ষ করে বলেন, ‘২৫ কোটি টাকার ল্যাম্পপোস্টও যদি দেখতাম, তাহলেও মেনে নিতাম যে তাঁরা উন্নয়ন করেছেন। কিন্তু ওঁদের (বিজেপি সাংসদদের) সেই মানসিকতাটাই নেই।’

কিন্তু এবার দেখা গেল দলের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরেই ইস্তফা দিলেন সায়ন্তিকা। তবে কি দল টিকিট না দেওয়ার কারণেই ইস্তফা দিলেন তিনি। ইতিমধ্যেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মনে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *