TMC Candidate List : সন্দেশখালির ক্ষতে প্রলেপের চেষ্টা! বসিরহাটে পুরনো মুখেই ভরসা তৃণমূলের, কোন অঙ্কে প্রার্থী হলেন হাজি নুরুল? – tmc announced haji nurul islam as basirhat constituency lok sabha candidate


লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী করা হবে কাকে? বিদায়ী সাংসদ নুসরত জাহানকে যে প্রার্থী করা হবে না, এ ব্যাপারে অনেকটাই অনিশ্চয়তা আগেই ছিল, তবে প্রার্থী হবে কে? সেই নিয়ে জোর জল্পনা ছিল। শেষমেষ ভূমিপুত্রর উপরেই ভরসা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।তৃণমূলের প্রার্থী তালিকায় একাধিক চমকের পাশাপাশি একাধিক বিধায়ককে লোকসভায় উন্নীত করা হয়। তার মধ্যে রয়েছেন বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি হাজি শেখ নুরুল ইসলাম। এর আগে তিনি লোকসভা আসনেও জানিয়েছিলেন। ২০০৯ সালে তাঁকে এই লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বসিরহাট কেন্দ্রে প্রার্থী নিয়ে দলের মধ্যেই একাধিক স্তরে আলোচনা হয়। প্রাথমিক ভাবে, কোনও চমকপ্রদ প্রার্থীকে এই কেন্দ্র থেকে দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে, সাম্প্রতিক সন্দেশখালি কাণ্ডের পর এই কেন্দ্র থেকে কোনও ঝুঁকি নিয়েই চাইনি শাসক দল বলেই তৃণমূলের অন্দরের খবর। সেই কারণে, বসিরহাট কেন্দ্রকে হাতের তালুর মতো চেনা ঘরের লোককেই প্রার্থী হিসেবে বেছে নেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

TMC Candidate List LIVE Updates: মিমির বদলে সায়নী, তালিকায় ইউসুফ পাঠান-দেবাংশু-রচনা! রইল তৃণমূলের ৪২ প্রার্থীর পূর্ণাঙ্গ তালিকা
২০০৯ সালে বসিরহাট কেন্দ্র থেকে জেতার পরেও ২০১৪ সালে বসিরহাট কেন্দ্র থেকে দাঁড় করাতে চাইনি তৃণমূল কংগ্রেস। ২০১৪ সালে তাঁকে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে পাঠানো হয়। কিন্তু তিনি পরাজিত হয়েছিলেন। ২০১৬ সালে তাঁকে ফের বিধানসভা নির্বাচনে দাঁড় করায় তৃণমূল কংগ্রেস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *