West Bengal Holiday List 2024,রামনবমীতে ছুটি রাজ্য সরকারি কর্মীদের, বিজ্ঞপ্তি জারি নবান্নের – west bengal government announce holiday on ram navami for the first time


এই প্রথমবার রামনবমীতে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। শনিবার এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নের তরফে। আগামী ১৭ এপ্রিল রামনবমী। ওই দিনই রাজ্যের সমস্ত সরকার এবং সরকার পোষিত প্রতিষ্ঠানগুলি ছুটি পেতে চলেছে। এন আই অ্যাক্ট অনুযায়ী এই ছুটি ঘোষণা করা হয়েছে। নবান্নের এই সিদ্ধান্ত সার্বিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।গত কয়েক বছরে রামনবমীকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়ায়। হাওড়া এবং শিবপুরে তপ্ত হয় পরিস্থিতি। পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল। কিন্তু, অতীতে কোনও সময় রামনবমীতে রাজ্যে ছুটি ঘোষণা করা হয়নি। এই বছর ১৭ এপ্রিল সেই ছুটি ঘোষণা করা রীতিমতো তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এগিকে এই প্রসঙ্গ উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, ‘জানুয়ারি মাসে আমি রামনবমীতে ছুটি না দেওয়ার জন্য রাজ্য সরকারের সমালোচনা করি। আজ রাজ্য ছুটি ঘোষণা করল বাধ্য হয়ে। জয় শ্রীরাম।’

উল্লেখ্য, জেলায় জেলায় রামনবমী পালন করা হয় কলকাতা সব জেলাগুলিতে। মূলত হিন্দুত্ববাদী সংগঠনগুলি এর দায়িত্বে থাকে। রামনবমীকে কেন্দ্র করে হিন্দুত্বের তাস খেলতে পারে রাজনৈতিক মহলের একাংশ, এমনটাই মনে করছিল ওয়াকিবহাল মহল। সেই জায়গায় ছুটি প্রসঙ্গও উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছিল। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, তার আগে রীতিমতো মাস্টারস্ট্রোক খেলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এই ছুটি ঘোষণার পর আলাদা করে আর ছুটির দাবি করা যাবে না। সবমিলিয়ে এই ছুটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, রাজ্যের সরকারি কর্মীদের DA নিয়ে বাজেটে উল্লেখযোগ্য ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়দিনের আগে তিনি রাজ্যের সরকারি কর্মীদের বড় উপহার দিয়েছিলেন। তাঁদের DA ৪ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন তিনি। শুধু তাই নয়, বাজেটের দিন আরও ৪ শতাংশ DA বৃদ্ধি করা হয়েছে।

পড়ে পাওয়া লং উইকেন্ড, ৩ দিনের ছুটিতে বাঙালির রঙের উৎসব আরও রঙিন

এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সভা থেকে বলেছিলেন, রাজ্যের সরকারি কর্মীরা তাঁর পরিবারের মতো। তাঁদের ভালো রাখার জন্য যা যা পদক্ষেপ করার তা করা হবে। পাশাপাশি কোনওভাবেই যাতে পরিষেবা নিতে এসে সাধারণ মানুষকে খালি হাতে না ফিরতে হয় সেই বিষয়টি সুনিশ্চিত করার জন্য়ও বলেছিলেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *