এদিন দলীয় নেতৃত্বরা আম্বেদকর ময়দান ঘুরে দেখেন। খতিয়ে দেখেন প্রস্তুতি। ১২ তারিখ বেলা ১১টায় মুখ্যমন্ত্রী আসবেন এই ময়দানে। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি লক্ষাধিক মানুষের জমায়েত হবে সভায়। জেলার সকল বিধায়ক, সাংসদ ও মন্ত্রীরা উপস্থিত থাকবেন। একই সঙ্গে জেলাশাসক থেকে শুরু করে সকল প্রশাসনিক আধিকারিকরাও উপস্থিত থাকবেন।
হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক রেশন বণ্টন দুর্নীতি ইস্যুতে গ্রেফতার হলে বর্তমানে জেলে রয়েছেন। সেক্ষেত্রে তাঁর কেন্দ্রে, এদিন তাঁকে ছাড়াই হবে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা। তাই হাবড়ার তৃণমূল কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রীর এই সভা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছেন। পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জেলায় এসে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটে সেদিকেও বিশেষ নজর থাকবে তৃণমূল কর্মী সমর্থকদের। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে বাড়তি উন্মাদনা জেলার তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে।
তবে অর্জুন সিং কি এই প্রশাসনিক সভায় উপস্থিত থাকবেন? এই বিষয়ে তৃণমূল নেতা নির্মল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘জেলাশাসক যাকে আমন্ত্রণ জানাবেন তিনি আসবেন।’ তবে অর্জুন সিং কী করবেন, বা আসবেন কি না সেই বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি। এমনকী অর্জুন সিংয়ের ফের বিজেপিতে যাওয়ার জল্পনা নিয়েও মুখ খোলেননি তিনি। নির্মল বলেন, ‘দলের সর্বোচ্চ নেতৃত্ব যাঁকে প্রার্থী করবে তাঁকেই সকলের মেনে নিতে হবে এবং তাঁর জন্যই সকল বিধায়ককে ঝাঁপিয়ে পড়তে হবে।’ তবে পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, আগামীকাল প্রশাসনিক সভা হলেও সেখান থেকে দলীয় কর্মীদের উদ্দেশে কোনও না কোন বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।