আবার কালনাতেই রয়েছে বর্ধমান রাজ পরিবারের কয়েকজন সদস্যের সমাধিস্থল সমাজবাড়ি। সেই সব নির্দশন ঘিরে রয়েছে অনেক কাহিনী। তার কিছুটা জানা, আর অনেকটাই অজানা। ইতিহাস মেলায় সেমিনারে সেই সব কাহিনী তুলে ধরেন বক্তারা।
মেলার যুগ্ম সম্পাদক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্যের খুব কম জায়গাতেই এই মেলা হয়। মুর্শিদাবাদ, কাঁথিতে আয়োজন করা হয় এমন মেলার। এলাকার ঐতিহ্য ও ইতিহাসকে তুলে ধরাই এই মেলার উদ্দেশ্য। মেলায় ইতিহাসকেন্দ্রিক বইয়ের স্টল রয়েছে। মেলার চারদিক কালনার পুরাতাত্ত্বিক নিদর্শনের ছবির ফ্লেক্স দিয়ে সাজানো হয়েছে। বসে আঁকো প্রতিযোগিতায় কালনার মন্দির ও মন্দিরের টেরাকোটার কাজ নিয়ে আঁকতে হবে।’
মেলায় সংগৃহীত প্রাচীন দ্রষ্টব্যের স্টল দিয়েছেন রূপম আলি। তিনি বলেন, ‘যখন দ্বিতীয় শ্রেণিতে পড়ি তখন থেকে প্রাচীন এই সমস্ত জিনিস সংগ্রহ শুরু করেছি। তখন বয়স ছিল ৭। এখন ৩৮। ৩১ বছর ধরে নানারকম জিনিস সংগ্রহ করেছি। কোনওটি ২০০ বছর কোনওটি আবার তার থেকেও পুরোনো। ব্রিটিশ আমলের মুদ্রা, নোট, তারও আগের রুপোর চা বানানোর বাসনপত্র, বন্দুক ইত্যাদি সংগ্রহে রয়েছে। কিছু নিলামে কেনা, কিছু সংগ্রহের। এই মেলার মাধ্যমে সেইসব সংগৃহীত জিনিস সকলকে দেখাতে পেরে খুব ভালো লাগছে।’