২০২১ সালের হলফনামা অনুযায়ী কত টাকার সম্পত্তির মালিক কৃষ্ণ কল্যাণী? একুশের লোকসভা নির্বাচনের হলফনামা অনুযায়ী, ২০১৯-২০ অর্থবর্ষে কৃষ্ণকল্যাণীর আয় ছিল ১ কোটি ৬ লাখ ৫ হাজার ৬২০, ২০১৮-১৯ সালে ছিল ১ কোটি ৬ লাখ ৬৯ হাজার ৫৪০, ২০১৭-১৮ সালে ছিল ৯৪ লাখ ৯৫ হাজার ৭১৩, একুশের নির্বাচনের সময় কৃষ্ণকল্যাণীর হাতে টাকা ছিল ৭ লাখ ২১ হাজার ৬৬৫.৭১।
পেশায় ব্যবসায়ী কৃষ্ণকল্যাণীর সেই সময় একটি ব্যাঙ্কে জমা ছিল ১ লাখ ২৪ হাজার ৬৬৬, অপর অ্যাকাউন্টে ছিল ২৪ হাজার ২৫৬, ১৭৩২৪০, অপর অ্যাকাউন্টে ছিল ১২ লাখ ৭২ হাজার ৮০৭। তবে নিজস্ব কোনও কোনও গাড়ি সেই সময় ছিল না কৃষ্ণকল্যাণীর। শুধু তাই নয়, নিজের কোনও সোনা ছিল না তাঁর। তবে তাঁর স্ত্রীর কাছে ২০০৫০০ টাকার গয়না ছিল। শেয়ার মার্কেটেও বিনিয়োগ রয়েছে কৃষ্ণ কল্যাণীর।
উল্লেখ্য, কৃষ্ণ কল্যাণীর বাড়িতে গত বছর মে মাসে ED হানা দেয়। যদিও ততদিনে তিনি যোগদান করেছিলেন তৃণমূলে। এরপরেই ‘এজেন্সি রাজনীতি’-র অভিযোগে সরব হন তৃণমূল নেতারা। যদিও সেই যাবতীয় দাবি উড়িয়ে কৃষ্ণ কল্যাণীর বক্তব্য ছিল, এজেন্সি এজেন্সির মতো কাজ করছে।
সেই সময় কৃষ্ণ কল্যাণীর বাড়ি নিয়ে চর্চা চলেছিল বিস্তর। বিধায়কের বাড়িতে পার্কিংয়ের জন্য একটি বিশেষ জায়গার বন্দোবস্ত করা হয়েছে। তাঁর বাড়িতে রয়েছে একটি কাচ ঢাকা ব্যালকনি। এছাড়াও মডিউলার কিচেন থেকে শুরু রান্নাঘর-মন্দির সমস্ত জায়গাতেই রয়েছে প্রাচুর্যের ছাপ। বাড়ির মধ্যে রয়েছে দেশি-বিদেশি গাছ। এই বাড়িতেই স্বপরিবারে থাকেন তিনি। লোকসভা নির্বাচন তিনি অন্যতম জোরাল প্রার্থী বলে মতামত ওয়াকিবহাল মহলের একাংশের। রায়গঞ্জ কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি।