Krishna Kalyani,বছরে রোজগার কোটি টাকা! তৃণমূলের লোকসভা প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সম্পত্তি জানেন? – krishna kalyani tmc lok sabha candidate asset details


লোকসভা নির্বাচনে রায়গঞ্জ থেকে এই বারের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তিনি একুশের বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন বিজেপির প্রতীকে। পরবর্তীতে অবশ্য তৃণমূলে যোগদান করেন। রায়গঞ্জের ভূমিপুত্র কৃষ্ণ কল্যাণী। সেখানেই তাঁর অশোকপল্লি এলাকার এনএস রোডের ধারে তাঁর ঝাঁ চকচকে বাড়িটি রীতিমতো প্রাসাদ। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বাড়িটিকে প্রাসাদের সঙ্গে তুলনা করেছিল।একাধিক ব্যবসার মালিক কৃষ্ণ কল্যাণী। সমাজ কল্যাণের জন্য সুখ্যাতিও রয়েছে এই প্রার্থীর। একুশ সালের বিধানসভা নির্বাচনে তিনি তাঁর সম্পত্তির খতিয়ান হলফনামার মাধ্যমে জমা দিয়েছিলেন নির্বাচন কমিশনের নিয়ম মোতাবেক।

২০২১ সালের হলফনামা অনুযায়ী কত টাকার সম্পত্তির মালিক কৃষ্ণ কল্যাণী? একুশের লোকসভা নির্বাচনের হলফনামা অনুযায়ী, ২০১৯-২০ অর্থবর্ষে কৃষ্ণকল্যাণীর আয় ছিল ১ কোটি ৬ লাখ ৫ হাজার ৬২০, ২০১৮-১৯ সালে ছিল ১ কোটি ৬ লাখ ৬৯ হাজার ৫৪০, ২০১৭-১৮ সালে ছিল ৯৪ লাখ ৯৫ হাজার ৭১৩, একুশের নির্বাচনের সময় কৃষ্ণকল্যাণীর হাতে টাকা ছিল ৭ লাখ ২১ হাজার ৬৬৫.৭১।

কৃষ্ণ কল্যাণীর হলফনামা

পেশায় ব্যবসায়ী কৃষ্ণকল্যাণীর সেই সময় একটি ব্যাঙ্কে জমা ছিল ১ লাখ ২৪ হাজার ৬৬৬, অপর অ্যাকাউন্টে ছিল ২৪ হাজার ২৫৬, ১৭৩২৪০, অপর অ্যাকাউন্টে ছিল ১২ লাখ ৭২ হাজার ৮০৭। তবে নিজস্ব কোনও কোনও গাড়ি সেই সময় ছিল না কৃষ্ণকল্যাণীর। শুধু তাই নয়, নিজের কোনও সোনা ছিল না তাঁর। তবে তাঁর স্ত্রীর কাছে ২০০৫০০ টাকার গয়না ছিল। শেয়ার মার্কেটেও বিনিয়োগ রয়েছে কৃষ্ণ কল্যাণীর।

উল্লেখ্য, কৃষ্ণ কল্যাণীর বাড়িতে গত বছর মে মাসে ED হানা দেয়। যদিও ততদিনে তিনি যোগদান করেছিলেন তৃণমূলে। এরপরেই ‘এজেন্সি রাজনীতি’-র অভিযোগে সরব হন তৃণমূল নেতারা। যদিও সেই যাবতীয় দাবি উড়িয়ে কৃষ্ণ কল্যাণীর বক্তব্য ছিল, এজেন্সি এজেন্সির মতো কাজ করছে।

Mukut Mani Adhikari : BJP থেকে তৃণমূলে এসে প্রার্থী, কোন অঙ্কে প্রার্থী কৃষ্ণ কল্যাণী-মুকুটমণি?

সেই সময় কৃষ্ণ কল্যাণীর বাড়ি নিয়ে চর্চা চলেছিল বিস্তর। বিধায়কের বাড়িতে পার্কিংয়ের জন্য একটি বিশেষ জায়গার বন্দোবস্ত করা হয়েছে। তাঁর বাড়িতে রয়েছে একটি কাচ ঢাকা ব্যালকনি। এছাড়াও মডিউলার কিচেন থেকে শুরু রান্নাঘর-মন্দির সমস্ত জায়গাতেই রয়েছে প্রাচুর্যের ছাপ। বাড়ির মধ্যে রয়েছে দেশি-বিদেশি গাছ। এই বাড়িতেই স্বপরিবারে থাকেন তিনি। লোকসভা নির্বাচন তিনি অন্যতম জোরাল প্রার্থী বলে মতামত ওয়াকিবহাল মহলের একাংশের। রায়গঞ্জ কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *