পদবি নিয়ে জল্পনা প্রসঙ্গে সুজাতা মণ্ডল বলেন, ‘আমি খাঁ পদবি ব্যবহার করি না। অনেকেই পুরনো অভ্যাস বশত খাঁ পদবি বলে ফেলছেন। কিন্তু, আমি এই পদবি কোনওদিন ব্যবহার করিনি আর করবও না। আমি সুজাতা মণ্ডল হয়ে জন্মেছি, সুজাতা মণ্ডল হয়েই মরব।’
ওই পদবিটা আর শুনতেও চাই না
সুজাতা মণ্ডল
তাঁর কথায়, ‘পুরনো সম্পর্কের খাতিয়ে কেউ কেউ ভুল করে বলে ফেলেন। ওই পদবিটা আর শুনতেও চাই না।’ প্রতিপক্ষ-প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁকে আক্রমণ করে সুজাতা বলেন, ‘ওই লোকটার অহংকারের পতন দেখতে চাই। আমি বারবার মৃত্যুর সঙ্গে লড়াই করেছি। আমার নামের পাশেই লড়াকু শব্দটা বসে গিয়েছে।’ সমাজে পিছিয়ে পড়া নারীদের জন্য কাজ করতে আগ্রহী বলেও জানান সুজাতা মণ্ডল।
উল্লেখ্য, পদবি নিয়ে বিভ্রান্তি প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সুজাতা মণ্ডলের বোন সঞ্চিতা মণ্ডল। এদিনই নিজস্ব ফেসবুক পেজে নিজের সহোদরাকে উল্লেখ করে তিনি লিখেছেন , ‘সুজাতা মণ্ডলের বংশগত বংশগত পদবি #মণ্ডল। কোনও আলতু ফালতু পদবি ওঁর সঙ্গে যেন জুড়ে দেওয়া না হয়।’
প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগদান করেছিলেন সুজাতা মণ্ডল। আর সেই সময়ই সংবাদ মাধ্যমের সামনে কার্যত কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছিল সৌমিত্র খাঁকে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সুজাতাকে ডিভোর্স দেওয়ার কথা বলেছিলেন। এরপর অনেক জল গড়িয়ে গিয়েছে। আইন মেনে বিবাহবিচ্ছেদ হয়েছে সৌমিত্র-সুজাতার। আপাতত তাঁরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। লোকসভা নির্বাচনে মুখোমুখি হয়েছেন প্রাক্তন। শেষ হাসি কে হাসবেন? এখন তাই দেখার।