Sujata Mondal News : ‘খাঁ ব্যবহার করি না’, পদবি বিভ্রাট নিয়ে মুখ খুললেন সুজাতা – tmc candidate from bishnupur sujata mondal says she does not use khan surname


সুজাতা মণ্ডলই, তাঁর জীবনে খাঁ পদবির কোনও স্থান নেই। লোকসভা নির্বাচনে এবার বিষ্ণুপুরে হাড্ডাহাড্ডি লড়াই। BJP প্রার্থী করেছে পূর্বতন সাংসদ সৌমিত্র খাঁকে। অন্যদিকে, তৃণমূলের সৈনিক সৌমিত্রের প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। রবিবার ব্রিগেড ময়দান থেকে তাঁর নাম ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেই সোশ্যাল মিডিয়ায় তাঁর পদবি নিয়ে একাধিক বিভ্রাট ছড়ায়। সুজাতা কি এখনও ‘খাঁ’ পদবি ব্যবহার করেন? তা নিয়েও উঠছিল প্রশ্ন।এবার এই সময় ডিজিটাল-এ তিনি বিষয়টি নিয়ে প্রথমবার মুখ খুললেন। ফোনে কথোপকথোনে বোঝা গেল গলা ধরা নেত্রীর। যদিও হাসিমুখে তাঁর বক্তব্য, আসলে বহু মানুষের সঙ্গে প্রার্থী পদ ঘোষণার পর কথা বলতে হয়েছে। গলার আর দোষ কী! তবে উচ্চ স্বরেই প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দেবেন, ঠারেঠোরে বুঝিয়ে দিলেন তিনি।

পদবি নিয়ে জল্পনা প্রসঙ্গে সুজাতা মণ্ডল বলেন, ‘আমি খাঁ পদবি ব্যবহার করি না। অনেকেই পুরনো অভ্যাস বশত খাঁ পদবি বলে ফেলছেন। কিন্তু, আমি এই পদবি কোনওদিন ব্যবহার করিনি আর করবও না। আমি সুজাতা মণ্ডল হয়ে জন্মেছি, সুজাতা মণ্ডল হয়েই মরব।’

ওই পদবিটা আর শুনতেও চাই না

সুজাতা মণ্ডল

তাঁর কথায়, ‘পুরনো সম্পর্কের খাতিয়ে কেউ কেউ ভুল করে বলে ফেলেন। ওই পদবিটা আর শুনতেও চাই না।’ প্রতিপক্ষ-প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁকে আক্রমণ করে সুজাতা বলেন, ‘ওই লোকটার অহংকারের পতন দেখতে চাই। আমি বারবার মৃত্যুর সঙ্গে লড়াই করেছি। আমার নামের পাশেই লড়াকু শব্দটা বসে গিয়েছে।’ সমাজে পিছিয়ে পড়া নারীদের জন্য কাজ করতে আগ্রহী বলেও জানান সুজাতা মণ্ডল।

Bishnupur Lok Sabha MP: ‘লম্পট চরিত্রহীন!’ নাম না করে সৌমিত্র খাঁকে তোপ সুজাতা মণ্ডলের

উল্লেখ্য, পদবি নিয়ে বিভ্রান্তি প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সুজাতা মণ্ডলের বোন সঞ্চিতা মণ্ডল। এদিনই নিজস্ব ফেসবুক পেজে নিজের সহোদরাকে উল্লেখ করে তিনি লিখেছেন , ‘সুজাতা মণ্ডলের বংশগত বংশগত পদবি #মণ্ডল। কোনও আলতু ফালতু পদবি ওঁর সঙ্গে যেন জুড়ে দেওয়া না হয়।’

Saumitra Sujata: ডিভোর্সের পর ফের মুখোমুখি, লোকসভায় এবার প্রকাশ্যে লড়াই সৌমিত্র-সুজাতার

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগদান করেছিলেন সুজাতা মণ্ডল। আর সেই সময়ই সংবাদ মাধ্যমের সামনে কার্যত কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছিল সৌমিত্র খাঁকে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সুজাতাকে ডিভোর্স দেওয়ার কথা বলেছিলেন। এরপর অনেক জল গড়িয়ে গিয়েছে। আইন মেনে বিবাহবিচ্ছেদ হয়েছে সৌমিত্র-সুজাতার। আপাতত তাঁরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। লোকসভা নির্বাচনে মুখোমুখি হয়েছেন প্রাক্তন। শেষ হাসি কে হাসবেন? এখন তাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *