TMC Candidate List : গোয়ার বদলে কেন বাংলায় তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ? জবাব বিশ্বকাপজয়ী ক্রিকেটারের – lok sabha election 2024 kirti azad reacts why he become candidate from west bengal not from goa


তিনি বিশ্বকাপজয়ী টিমের সদস্য। সেই প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকেই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের লোকসভার প্রার্থী করল তৃণমূল। রবিবার নাম ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘বহিরাগত’ তত্ত্ব খারিজ করে দিলেন তিনি। শুধু তাই নয়, কপিল দেব এবং বিশ্বকাপ জয়ের প্রসঙ্গও শোনা গেল তাঁর কণ্ঠে। পাশাপাশি এই প্রাক্তন তারকা ক্রিকেটার বলেন, ‘আমি বাংলা বুঝতে পারি।’ইতিমধ্যেই কীর্তি আজাদকে বহিরাগত তকমা দিয়ে প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। যদিও এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী সরব হয়েছেন। তিনি বলেন, ‘কপিল দেবের টিমের সদস্য হিসেবে যখন দেশের জন্য বিশ্বকাপ জিতেছিলাম সেই সময় কোনও নির্দিষ্ট অংশের জন্য নয়, গোটা দেশের জন্যই তা এনেছিলাম। সেক্ষেত্রে আমি বহিরাগত হলাম কী ভাবে?’

আমি বাংলা বুঝতে পারি

কীর্তি আজাদ

রবিবার রাতে কলকাতা থেকে তিনি বর্ধমানের কার্জন গেটের বিধায়ক অফিসে যান। সেখান থেকেই একাধিক প্রশ্নের জবাব দেন তিনি। কীর্তি আজাদ বলেন, ‘আমি মিথিলাঞ্চলের লোক। মৈথিলী একটা প্রাচীন ভাষা। আমাদের রীতিনীতি অনেকটা মেলে বাংলার সঙ্গে। বাকিটা শিখে নেব।’ তিনি আরও বলেন, ‘কোনও রাজ্যের নয়, দেশের হয়ে খেলেছি। নরেন্দ্র মোদী গুজরাটের বাসিন্দা। কিন্তু, তিনি বারাণসী থেকে ভোটে লড়েন।’

এদিকে বাংলা বলতে না পারা খুব একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে না বলেই মনে করছেন তিনি। কীর্তির কথায়, ‘আমি বাংলা বুঝতে পারি। বলতে পারি না।’ জয়ী হওয়ার পর তাঁকে কতটা নিজের কেন্দ্রে পাওয়া যাবে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। এবার এই প্রশ্নের জবাব দিলেন তিনি। কীর্তির কথায়, ‘মানুষের কথা সাংসদই শুনবেন। তাঁদের অভাব অভিযোগের কথা সাংসদই শুনবে।’ মমতা বন্দ্য়োপাধ্যায়ের ভূয়সী প্রশংসা শোনা যায় তাঁর কণ্ঠে। গোয়া থেকে না লড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সেখান থেকে লড়ছি না। ইন্ডিয়া জোটের সমর্থন করি।’

‘ওয়াদে পে তেরে মারা গয়া, বন্দা সিধা সাধা’ বিজেপিকে কটাক্ষ কীর্তির

মোদীর গ্যারান্টির বদলে তিনি দিদির ওয়ারেন্টি প্রসঙ্গ তুলে ধরেন। পাশাপাশি জয়ের বিষয়ে আত্মবিশ্বাসীও শোনা গেল তাঁকে। কীর্তি বলেন, ‘বিজেপি এই কেন্দ্রে মাত্র একবারই জিতেছে। তাই এই নিয়ে আলাদা করে ভাবছি নায জয়ী হলে দুর্গাপুর বর্ধমানের মানুষের জন্য কাজ করব।’

Kirti Azad : দুর্গাপুর দাপিয়ে বেড়াচ্ছেন কীর্তি আজাদ, প্রার্থী হওয়া নিয়ে জল্পনা

উল্লেখ্য, ব্রিগেডে জনগর্জন সভা থেকে রাজ্যের ৪২টি কেন্দ্রের প্রার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই ছিল একাধিক চমক। ছিল দুই প্রাক্তন ক্রিকেটারের নাম। কীর্তি আজাদের পাশাপাশি এই লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে বহরমপুর কেন্দ্র থেকে লড়াই করবেন ইউসুফ পাঠান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *