তাহলে অর্জুন সিং কি ফের বিজেপিতে ফিরছেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে অর্জুন বলেন, ‘যখন বিজেপিতে ছিলাম মোদীজি বলতেন সবার সঙ্গে সম্পর্ক রাখা উচিত, কারও সঙ্গে সম্পর্ক খারাপ করা ঠিক নয়। রাজনৈতিক লড়াই হতে পারে, কারও বিরুদ্ধে ব্যক্তিগত লড়াই নেই। সেটা আমি অনুসরণ করি। আমার দুর্ভাগ্য দেড় বছর নষ্ট হল। যেদিন দলে আসি সেদিনই বলা হয় টিকিট পাব। তারপর ৫ বার ইন্টারভিউ হল, আমি ফেল করে গেলাম।’
এদিন অর্জুন সিং-এর কথা লড়াইয়ের ইঙ্গিত ধরা পড়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। অর্জুন বলেন, ‘পার্থ ভৌমিক আমার ভালো বন্ধু, প্রতিটা লড়াই তো কোনও না কোনও বন্ধুর সঙ্গেই হয়। কোনও কোনও লটড়াই এমন হয়, যে লড়াই জেতার জন্য করতে হয়। আমি সবসময় লড়াইটা জেতার জন্য করি। লড়াইটা সামনে থেকে করাই আমার অভ্যাস। আমি পিছন থেকে… ডেকে, বসিয়ে খাইয়ে তারপর ঘুমের ওষুধ দিয়ে গলা টিপে দেব, এই লড়াইতে আমি বিশ্বাস করি না।’ তাহলে কি অর্জুন সিং-কে ‘ঘুমের ওষুধ’ দেওয়া হয়েছে? অর্জুনের জবাব, ‘না ঘুমের ওষুধ দেওয়া হয়নি, আমি চোখ খুলেই দেখলাম, আার গলা টেপা হচ্ছে।’
প্রসঙ্গত, ব্যারাকপুর আসন থেকে এই বছর পার্থ ভৌমিককে টিকিট দিয়েছে তৃণমূল। আর তারপর থেকেই লাগাতার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে চলেছেন অর্জুন সিং। সরাসরি ‘বিশ্বাস ভঙ্গ’ করার অভিযোগ তোলেন তিনি। এদিন ফের একবার তেমনই অভিযোগ শোনা গেল অর্জুন সিং-এর গলায়।