Iftar Timing 2024,শুরু পবিত্র রমজান মাস, শিলিগুড়ি-বহরমপুর-দুর্গাপুরে সেহরি ও ইফতার কখন? – iftar and sehri timings of west bengal siliguri baharampur durgapur


সোমবার দেখা গিয়েছে রমজানের পবিত্র চাঁদ। এরপরেই মসজিদ কমিটিগুলির রমজান মাস নিয়ে ঘোষণা করেছে। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে রোজা রাখা। এক মাস পর্যন্ত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপোস করবেন তাঁরা। এরপর নির্দিষ্ট সময়ে তাঁরা উপোস ভঙ্গ করবেন। ইতিমধ্যেই রমজান মাসের ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে দরগা আলা হজরতের পক্ষ থেকে, যা বরেলি দরগা নামে খ্যাত।শিলিগুড়ি– এই অংশেও বহু সংখ্যালঘু রোজা রাখেন। তাঁদের জন্য রইল আগামী তিন দিনের নির্ঘণ্ট। বুধবার সেহরি ভোর সাড়ে ৪টা, ইফতার বিকেল ৫টা ৪৯। বৃহস্পতিবার সেহরি ভোর ৪টা ২৯ মিনিটে এবং ইফতার ৫টা ৫০ মিনিটে। শুক্রবার সেহরি ভোর ৪টা ২৮ মিনিটে এবং ইফতার ৫টা ৫০ মিনিটে।

বহরমপুর-
রাজ্যের এই অংশে একাধিক সংখ্যালঘু মানুষের বসবাস। তাঁরা অনেকেই রোজা রাখবেন। আগামী তিন দিনে সেখানের নির্ঘণ্ট প্রসঙ্গে রইল বিস্তারিত আপডেট। বুধবার বহরমপুরে সেহরির সময় ভোর ৪টা ২৭ মিনিট এবং ইফতারের সময় বিকেল ৫টা ৫০ মিনিট। বৃহস্পতিবার সেখানে সেহরির সময় ভোর ৪টা ২৬ মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ৫টা ৫০ মিনিট। শুক্রবার সেখানে সেহরির সময় ভোর ৪টা ২৫ মিনিট এবং ইফতারের সময় ৫টা ৫০ মিনিট।

দুর্গাপুর: রাজ্যের দুর্গাপুরেও অনেক সংখ্যালঘু অধ্যুষিত এলাকা রয়েছে। সেখানে সেহরি এবং ইফতারের সময় জানতে আগ্রহী বহু মানুষ। এই এলাকার আগামী তিন দিনের নির্ঘন্ট ঠিক কী রয়েছে? কী জানা যাচ্ছে?

সেখানে বুধবার ভোর ৪টা ৩১ মিনিট নাগাদ রয়েছে সেহরির সময় এবং ইফতারের সময় ৫টা ৫৫ মিনিট। বৃহস্পতিবার সেখানে সেহরি রয়েছে ভোর সাড়ে চারটে এবং সেখানে ইফতার পালন করার সময় ৫টা ৫৫ মিনিট। শুক্রবার সেখানে সেহরি পালনের সময় ৪টা ২৯ মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ৫টা ৫৬ মিনিট।

Iftar Timing Today : রমজান মাসের প্রথম রোজা কত ঘণ্টার? মঙ্গলে কলকাতায় ইফতার শুরু কখন?

উল্লেখ্য, এই বছর প্রথম রোজা চলে ১৩ ঘণ্টা ১৯ মিনিট । রমজান মাসের শেষ রোজার সময়ও নির্ধারিত হয়েছে। তা ১৪ ঘণ্টা ১৪ মিনিট। দরগা আলা হজরত ইতিমধ্যেই এই মর্মে ক্যালেন্ডার প্রকাশ করেছে। দরগার প্রধান মৌলানা সুহ্বান রজা খান এই ইফতার এবং সেহরির সময় প্রকাশ করেছে। শুধু বাংলা নয়, দেশ বিদেশের বহু সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষ রোজা রাখেন। নির্ধারিত ক্যালেন্ডার মেনেই তাঁরা রোজা রাখেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *