Pori Moni: দুঃস্বপ্নের রাতদিন, জেলের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক বই পরীমণির…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কখনো প্রেম, কখনো বিয়ে, কখনো বিচ্ছেদ, কখনো আবার আইনি জটিলতায় কারাগারে। বিভিন্ন কারণে বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশের নায়িকা পরীমণি(Pori Moni)। সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি জানান যে জেলের তিক্ত অভিজ্ঞতা তিনি তুলে ধরতে চান বইয়ে। ইতোমধ্যেই নাকি সেই বই লিখেছেন তিনি। 

আরও পড়ুন- Tv Actress Mousumi Nag: মা হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী, মেয়ের নাম রাখলেন…

কেন জেলে গিয়েছিলেন পরীমণি, সে বিষয়টি নাকি এখনও স্পষ্ট নয় তাঁর কাছে। তবুও জেলজীবনের অভিজ্ঞতা নিয়ে বই লিখবেন তিনি। যেখানে কারাবাসের দিনগুলোর গল্প তুলে ধরবেন নায়িকা। তিনি আরও বলেন, ‘আমি কাউকে খুন করিনি, জঙ্গি হামলা করিনি, আমার বাসায় কোনো বোমা ছিল না। আমি আসলে কী করেছি এটাই জানি না! ভালো বিষয় হলো, এখান থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছি। এই কথাটুকু থাকবে আমার বইয়ে’। 

সম্প্রতি চতুর্থ স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তাঁর। তাঁদের একে অপরের প্রতি একাধিক অভিযোগ আছে। রাজ প্রসঙ্গে পরী বলেন, ‘আমার মনে হয় এটা সবার জানা উচিত। যে নিজের সন্তানের কোনো দায়িত্ব বহন করে না কিন্তু আমার বাচ্চা বলে বেড়ায় তাকে আমি ছেড়ে দেব না। যারা মা, তারা নিশ্চয় বুঝতে পারবেন আমি কোন জায়গা থেকে কথাগুলো বলছি। সে এখন পর্যন্ত আমার বাচ্চার একটা খোঁজ খবর নেয়নি। আমার বাচ্চার খোঁজ খবর ও কেন নেবে? এটা তো আমার বাচ্চা। আমার বাচ্চার খোঁজ খবর এবং দায়িত্ব প্রথম থেকে আমিই নিয়েছি এবং আমারই থাকবে। এটার জন্য আর কাউকে দরকার নেই। আমি আর কারও নামই উচ্চারণ করতে চাই না। এই নামটার সঙ্গে এখন আর আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান ছাড়া কিছুই নেই। ভালোবাসা, সম্মান তো দূরের কথা, কিছুই নেই।’

নেট দুনিয়ায় সমালোচনা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, আমাকে নিয়ে যত নেগেটিভ কথা হয়েছে, ঠিক ততটুকু পজিটিভ কথাও হয়েছে। আমি যখন জেল থেকে বের হলাম, মানুষ আমাকে অনেক সাপোর্ট করেছে। তাদের সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক না থাকলেও তারা আমার কাজের জন্যই পাশে দাঁড়িয়েছিল’।

আরও পড়ুন- Devoleena Bhattacharjee: ‘বেঙ্গল ১৯৪৭’! এবার বড়পর্দায় বিগবস-খ্যাত অভিনেত্রী দেবলীনা

বাংলাদেশের সংবাদমাধ্যমে পরীমণি জানান, খুব শিগগিরই ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে দেখা যাবে তাঁকে। যদিও বিস্তারিত কিছু বলতে নারাজ ছিলেন তিনি। পাশাপাশি সম্প্রতি কলকাতায় এসে নতুন সিনেমার চুক্তিসই করেছেন তিনি। তবে প্রযোজনা সংস্থার নিষেধের জন্য তিনি এখন কিছু বলতে পারছেন না। তবে সময় হলে তারা আনুষ্ঠানিক ভাবে সিনেমার নাম ঘোষণা করবেন বলেও জানান নায়িকা।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *