Purba Bardhaman News : স্পর্শকাতর বুথ সংখ্যা কত? বড় ঘোষণা পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের – purba bardhaman district magistrate identified 500 sensitive booths for lok sabha election


আসন্ন লোকসভা নির্বাচনের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের নির্দিষ্ট ব্লু প্রিন্ট দিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনে অশান্তি রুখতে জিরো টলারেন্স নীতি নিয়ে চলা হবে, স্পষ্ট করে দিয়েছে কমিশন। জেলার সার্বিক ভোটচিত্র নিয়ে মঙ্গলবার বৈঠকে বসল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। কতগুলি স্পর্শকাতর বুথ রয়েছে, নির্দিষ্ট করে দিল জেলা প্রশাসন।আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব বর্ধমান জেলায় পূর্ণ ও আংশিক ৪টি লোকসভা কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন মোট ৪১ লাখ ৩৭ হাজার ৮২৯ জন ভোটার। যার মধ্যে রয়েছেন পুরুষ ভোটার ২০ লাখ ৯১ হাজার ৬৪ জন এবং মহিলা ভোটার রয়েছেন ২০ লাখ ৪৬ হাজার ৬৭৮ জন। তৃতীয় লিঙ্গের মোট ভোটার রয়েছেন ৮৭জন। মোট ভোটকেন্দ্র রয়েছে ৪৫০৬টি।

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এই তথ্য জানিয়েছেন জেলাশাসক বিধানচন্দ্র রায়। তিনি জানিয়েছেন, এর মধ্যে মহিলা দ্বারা পরিচালিত বুথ থাকছে ৪৫১টি। এদিন তিনি জানিয়েছেন, জেলায় এই প্রথম বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের জন্য একটি বুথ তৈরির পরিকল্পনা রয়েছে তাঁদের।

জেলাশাসক জানিয়েছেন, ২০১৪, ২০১৯, ২০২১ এবং শেষ পঞ্চায়েত নির্বাচনগুলিতে যে সমস্ত জায়গায় বিভিন্ন অশান্তিমূলক ঘটনা ঘটেছে সেগুলিকে মাথায় রেখে এবারে উত্তেজনাপ্রবণ বুথের তালিকা তৈরি করা হচ্ছে। এব্যাপারে প্রতি সপ্তাহেই জেলা পুলিশের সঙ্গে প্রশাসনিক আধিকারিকরা চুলচেরা আলোচনা করছেন। তিনি জানিয়েছেন, গত শুক্রবার পর্যন্ত গোটা জেলায় এই ধরণের বুথের সংখ্যা প্রায় সাড়ে পাঁচশোর কাছাকাছি। তিনি জানিয়েছেন, এরই পাশাপাশি যাঁরা অশান্তি সৃষ্টি করেন বা ভয় দেখান সেই ধরণের প্রায় ১৬০০ ব্যক্তিকে এখনও পর্যন্ত চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ক্রিমিনাল কেস নেই তো? নিজের কেন্দ্রের প্রার্থীর বায়োডেটায় নজর, নয়া প্রযুক্তি কমিশনের
একইসঙ্গে জেলাশাসক জানিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলির কাছ থেকে তাঁরা ভোটার তালিকা নিয়ে যে অভিযোগগুলি পেয়েছিলেন সেগুলিকে খতিয়ে দেখা হয়েছে। যার মধ্যে সিংহভাগই সঠিক ভোটার। কিছু ভোটারকে অন্যত্র চলে যাওয়ার কারণে বাতিল করা হয়েছে। তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশনের ভোটকেন্দ্রিক বিভিন্ন নির্দেশিকা রাজনৈতিক দলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। প্রার্থীদের খরচ সহ তাঁদের বিভিন্ন কর্মসূচীর বিষয়ে নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে মনিটরিং করা হবে। এদিন সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসকরা, জেলা নির্বাচন আধিকারিক, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিকও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *