Rupankar Bagchi : আধার কার্ড সংশোধনে সমস্যা, ফের বিতর্কে গায়ক রূপঙ্কর – singer rupankar bagchi again in controversy while getting aadhaar card corrected


এই সময়: ফের বিতর্কের কেন্দ্রে গায়ক রূপঙ্কর বাগচি। যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। অভিযোগ, আধার কার্ড সংশোধন করাতে গিয়ে বেলগাছিয়া পোস্ট অফিসের এক কর্মীর সঙ্গে অভব্য আচরণ করার পাশাপাশি সরকারি কর্মীদের সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন গায়ক এবং তাঁর স্ত্রী চৈতালীদেবী।সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছেন বেলগাছিয়া পোস্ট অফিসের কর্মী দেবারতি দেবী। তা নিয়ে পাল্টা মুখ খুলেছেন চৈতালিও। গোটা ঘটনায় নেট দুনিয়ায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। এর আগে প্রয়াত সংগীত শিল্পী কেকে-র সম্পর্কে বিরূপ মন্তব্য করে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন রূপঙ্কর। পরে ভুল বুঝতে পেরে তিনি ক্ষমা চেয়ে নেন।

দেবারতি দেবীর পোস্ট অনুযায়ী, গত ৯ তারিখ আধারের কাজ করাতে রূপঙ্কর সস্ত্রীক বেলগাছিয়া পোস্ট অফিসে গিয়েছিলেন। সাড়ে ১২টা নাগাদ পোস্ট অফিসে ঢুকে চৈতালিদেবী প্রথমে আধার নথিভুক্তকরণের দায়িত্বে থাকা এক কর্মীকে বলেন, তিনি রাজ্য মহিলা সুরক্ষা দপ্তর থেকে আসছেন।

তাই তাঁর কাজটা এখনই করিয়ে দিতে হবে। সে সময়ে পোস্ট অফিসের সেই কর্মী জানান, যারা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছেন তাদের হয়ে যাওয়ার পরে তিনি নিশ্চয়ই করে দেবেন। চৈতালীদেবী জানান, তিনি দুপুর দেড়টার সময় ফের আসবেন।

দেবারতির পোস্ট অনুযায়ী, দুপুর দেড়টার বদলে কাজটা শুরু হয় ১টা ৩৫ মিনিটে। তাতেই রেগে গিয়ে চৈতালীদেবী বলে ওঠেন, ‘মুড়ি মুড়কি এক করলে চলবে না, বুঝতে হবে কাকে আগে করতে হবে।’ এমনকী আশালীন ভাষাও ব্যবহার করা হয় বলে দেবারতির অভিযোগ।

চৈতালীদেবী অবশ্য সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। গায়ক পত্নীর কথায়, ‘আধার কার্ডের সমস্যার জন্য গতবার ভোট দিতে পারিনি। তাই এ দিন আপডেট করানোর জন্য পোস্ট অফিসে গিয়েছিলাম। তখন ওঁরা বলেন, এখানে সকাল থেকে লাইন পড়ে, আপনি এখন এলে হবে না। তখন আমি বলি, পোস্ট অফিসে কোথাও লেখা নেই ১০টার সময় এসে কুপন নিতে হবে। আমি বলি, কেন হবে না?

সেটা জানার অধিকার আছে আমার। আমি রাইট টু ইনফরমেশনে চিঠি করব। ..এসব কথা শুনে ওরা উত্তেজিত হয়ে যান।’ তাঁর অভিযোগ, এই পোস্ট অফিসে দালালি চলে। যে আধারকার্ডের কাজ করতে ৫০ টাকা লাগে, সেটার জন্য গরিব মানুষের কাছ থেকে ২০০ টাকা নেয় দালালরা।’

Kunal Ghosh : ‘…২২ করার খেলায় বিশ্বাসী’, কুণালের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে তীব্র জল্পনা

অশালীন ভাষা ব্যবহারের যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে চৈতালি জানান, বিষয়টা ঘুরিয়ে দিতেই এই অভিযোগ আনা হয়েছে। তিনি জানিয়েছেন, সেদিন তাঁদের নাটক দেখতে যাওয়ার কথা ছিল। রূপঙ্করবাবু বাইরে গাড়িতে অপেক্ষা করছিলেন। রূপঙ্কর পোস্ট অফিসের ভিতর ঢুকে দেখে ৪-৫ জন মিলে আমার সঙ্গে অভব্য আচরণ করছেন। সেটা দেখেই রূপঙ্কর আমাকে চিৎকার করে বলে, কী হচ্ছে এখানে? সেটা ও রেগে আমাকে বলেছে। পোস্ট অফিসের কোনও কর্মীকে আক্রমণ করেনি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *