TMC Candidate List 2024 : জোড়াফুলের হাতিয়ার অম্বেদকর, কৃষ্ণ মেনন – shatrughan sinha and yusuf pathan selected as trinamool candidate for 2024 lok sabha election


এই সময়: শত্রুঘ্ন সিনহা থেকে ইউসুফ পাঠান—তৃণমূলের প্রার্থী তালিকায় ‘বহিরাগত’দের নাম তুলে ধরে বিজেপি প্রচারে নামলেও তাদের অভিযোগ উড়িয়ে দিল জোড়াফুল। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় সোমবার যুক্তি দেন, বিআর আম্বেদকর, কৃষ্ণ মেননের মতো বিখ্যাত ব্যক্তিরাও অতীতে বাংলা থেকে নির্বাচিত হয়েছেন।তৃণমূলের লোকসভার প্রার্থী কীর্তি আজাদ, ইউসুফ, শত্রুঘ্ন সিনহা-কে বহিরাগত বলে কটাক্ষ করতে শুরু করেছে গেরুয়া শিবির। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোমবার বলেন, ‘তৃণমূল কি পশ্চিমবঙ্গে প্রার্থী পেল না? বহিরাগতদের তাই প্রার্থী করতে হলো?’

জোড়াফুলকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী থেকে অমিত মালব্যও। ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে জোরদার ‘বহিরাগত’ প্রচার করেছিল তৃণমূল। জোড়াফুলের স্লোগান ছিল, ‘বহিরাগত আসে, বহিরাগত যায়, বাংলা নিজের মেয়েকে চায়।’

এবার বিজেপি সেই বহিরাগত-বাণে তৃণমূলকে বিদ্ধ করতে চাইলেও সুখেন্দুশেখরের বক্তব্য, ‘বাংলায় কৃষ্ণ মেনন ভোটে দাঁড়িয়েছেন। বিআর আম্বেদকর ভোটে দাঁড়িয়েছেন। এঁদের কাউকে বাংলা কখনও বহিরাগত ভাবেনি। যাঁরা প্রার্থী হয়েছেন, আমরাও তাঁদের বহিরাগত ভাবি না। কারণ এঁরা কেউ বাংলাকে অপমান করেন না। বহিরাগত তাঁরা, যাঁরা বলেন বাংলাকে দখল করব। যাঁরা এজেন্সি লাগিয়ে, টাকা খরচ করে বাংলা দখল করতে চান, তাঁরা বহিরাগত।’

TMC Candidate List : গোয়ার বদলে কেন বাংলায় তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ? জবাব বিশ্বকাপজয়ী ক্রিকেটারের

সুখেন্দুশেখরের যুক্তি, ‘লোকসভা নির্বাচন ছাড়াও রাজ্যসভায় পশ্চিমবঙ্গ থেকে মহারাষ্ট্রের সাকেত গোখলে গিয়েছেন। অসমের সুস্মিতা দেব গিয়েছেন। এছাড়া গোয়ার লুইজিনহো ফেলেইরো গিয়েছেন। এঁদের কাউকে বাংলার মানুষ বহিরাগত মনে করেনি।’ অন্য দলেও এক রাজ্যের মানুষ অন্য রাজ্য থেকে নির্বাচিত হয়ে সংসদে যান বলে উদাহরণ দিয়েছেন সুখেন্দু।

তাঁর যুক্তি, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ অসম থেকে রাজ্যসভায় গিয়েছেন। প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ও গুজরাট থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। বিজেপির এই ‘বহিরাগত’ তত্ত্বকে সমর্থন করছেন না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। তিনি বলেন, ‘দেশের সংবিধান অনুযায়ী যে কোনও ব্যক্তি দেশের যে কোনও জায়গায় ভোটে দাঁড়াতে পারেন। কোনও বাধা নেই। তৃণমূল নেতৃত্ব চাইলে গোয়ায় গিয়েও প্রার্থী হতে পারেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *