Trinamool Congress : ভাঙড়ে প্রচার শুরু তৃণমূলের, হাত গুটিয়ে বসেই বিরোধীরা – trinamool congress started campaigning in bhangar for lok sabha election


এই সময়, ভাঙড়: প্রার্থী ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই প্রচার শুরু করে দিল তৃণমূল। শাসক দল ভোটপ্রচার শুরু করলেও হাত গুটিয়ে বসে বিরোধীরা। যাদবপুর কেন্দ্রে বিজেপি ইতিমধ্যেই প্রার্থীর নাম ঘোষণা করেছে। কিন্তু সোনারপুর, বারুইপুর, যাদবপুরে প্রচার শুরু হলেও ভাঙড়ে এখনও বিজেপি কর্মী-সমর্থকরা রাস্তায় নামেননি।‌আবার লোকসভা ভোটে কে লড়বে যাদবপুরে সেটাই জানে না সিপিএম বা আইএসএফ কর্মীরা। তাই আপাতত প্রচারে তাদের কোনও উৎসাহ নেই। প্রার্থী ঘোষণা না হওয়া পর্যন্ত দেওয়াল লেখা থেকে শুরু করে ভোটপ্রচার সবেতেই চুপ করে বসে থাকতে হচ্ছে সিপিএম এবং আইএসএফকে।

২০১৯-এর লোকসভা নির্বাচনে যাদবপুর থেকে বিপুল ভোটে জিতেছিলেন তৃণমূলের তারকা প্রার্থী মিমি চক্রবর্তী। এ বার যাদবপুরে প্রার্থী হয়েছেন আর এক অভিনেত্রী সায়নী ঘোষ। রবিবার ব্রিগেডে তাঁর নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে ভাঙড়ে তৃণমূলের কর্মীরা দেওয়াল লিখতে শুরু করেন।

ভাঙড়-২ ব্লকের ভোগালি, চালতাবেড়িয়ায় জোরকদমে দেওয়াল লেখা চলছে। দেওয়াল লিখতে হাত লাগান স্বয়ং ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তিনি এদিন এলাকার কর্মী-সমর্থকদের নিয়ে বৈঠক করেন। অন্য দিকে, যাদবপুর কেন্দ্রে আইএসএফ প্রার্থী দেবে কিনা সেটাই জানেন না দলের কর্মী-সমর্থকরা।

আইএসএফ যদি প্রার্থী না দেয় তা হলে কাকে সমর্থন করবে সেটাও এখনও পরিষ্কার নয়। তবে সূত্রের খবর, যাদবপুর কেন্দ্রে আইএসএফ কোনও প্রার্থী দেবে না। তারা এখানে বাম প্রার্থীকে সমর্থন করবে। দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের আইএসএফের একমাত্র সদস্য রাইনূর হক বলেন, ‘লোকসভা ভোটে কী স্ট্র্যাটেজি নেবে দল তা আজ-কালের মধ্যেই ঠিক হবে। এ জন্য রাজ্যস্তরের কর্মীদের নিয়ে আমাদের একটা বৈঠক ডাকা হয়েছে। সেখানেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’

‘…মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়েছিলেন, আমাকেও জেতান!’ প্রার্থী হয়েই আবেদন সায়নীর

এই কেন্দ্রে সিপিএম কাকে প্রার্থী করবে তা নিয়েও জোর চর্চা চলছে ভাঙড়ে। ভাঙড়ের সিপিএম নেতা উৎপল মণ্ডল বলেন, ‘দু-তিন দিনের মধ্যে পলিটব্যুরোর মিটিং হবে। তারপর নাম ঘোষণা হবে। যাদবপুরে কে প্রার্থী হবেন তা এখনও ঠিক হয়নি।’ সিপিএমের একটি সূত্র বলছে, গতবারের প্রার্থী সুজন চক্রবর্তীকে এ বারও প্রার্থী করা হতে পারে।

বিকাশ ভট্টাচার্য, সায়ন বন্দোপাধ্যায়ের নামও শোনা যাচ্ছে। আবার তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষের উল্টোদিকে বামমনস্ক অভিনেতা বাদশা মৈত্র প্রার্থী হত পারেন বলে জল্পনা শুরু হয়েছে।। সবমিলিয়ে কে প্রার্থী হবেন তা নিয়ে জোর আলোচনা বাম কর্মী-সমর্থকদের মধ্যে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *