Abijit Ganguly : অধিকারীদের ‘শান্তিকুঞ্জ’-এ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, পায়ের ধুলো নিলেন শিশিরের – abhijit gangopadhyay goes to suvendu adhikari home meets his father sisir adhikari


মঙ্গলে শিশির অধিকারীর সঙ্গে দেখা করলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি গিয়ে অভিভূত অধুনা এই বিজেপি নেতা। রাজনীতির কথা আলোচনা হয়নি, জানালেন স্পষ্ট। তবে পায়ের ধুলো নিয়েছেন শিশির অধিকারীর, জানালেন অভিজিৎ।লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। কিন্তু, তৃণমূল ৪২টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে। এদিকে আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপিও। তবে আংশিক। তমলুক আসন থেকে বিজেপির টিকিটে ভোটে লড়বেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এমনটাই জোর জল্পনা। যদিও এই প্রসঙ্গে তিনি নিজে কোনও শব্দ খরচ করেননি। দল যদি তাঁকে এই ভূমিকায় ভাবে তবেই তিনি প্রার্থী হবেন, এই বার্তাও শোনা গিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে।

এই নিয়ে চর্চার মধ্যেই মঙ্গলবার তমলুকে গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নন্দীগ্রাম-খেজুরিতে ঘোরার পর তিনি শান্তিকুঞ্জে যান। এদিন সন্ধ্যা ৭টা নাগাদ তিনি অধিকারীদের বাড়ি ‘শান্তিকুঞ্জ’-তে পৌঁছন। সেখানে তিনি বাড়ির কর্তা শিশির অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন। বাড়ি থেকে বেরিয়ে অবশ্য প্রাক্তন এই বিচারপতি জানান, পোড়খাওয়া প্রবীণ এই রাজনীতিকের সঙ্গে তাঁর রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি। সৌজন্য সাক্ষাতের জন্য তিনি শান্তিকুঞ্জে পা রেখেছিলেন।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথায়, ‘আমার সঙ্গে পরিচয় ছিল না আগে। তাই পরিচয় করতে এসেছিলাম। ওঁর পায়ের ধুলো নিলাম। রাজনৈতিক কথাবার্তা হয়নি। ওঁকে আমার খুব ভালো লেগেছে।’ তমলুক থেকে তিনি কি বিজেপির প্রার্থী?

এই প্রশ্নের সরাসরি কোনও জবাব দেননি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, আগে দল এই প্রসঙ্গে ঘোষণা করুক। আগে থেকে এই নিয়ে কোনও মন্তব্য করব না। উল্লেখযোগ্যভাবে, দেবাংশু ভট্টাচার্যকে তমলুক কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল।

বিজেপিতে যোগ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

দেবাংশু যুব মুখ। তাঁর সোশ্যাল মিডিয়া এবং গ্রাউন্ড জিরোতে জনপ্রিয়তা রয়েছে বলে দাবি ওয়াকিবহাল মহলের একাংশে। অন্যদিকে, বিচারপতি থাকাকালীন দুর্নীতি নিয়ে একাধিক উল্লেখযোগ্য নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর সেই বিচারগুলির উপর ভিত্তি করে তাঁর আলাদা একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে।

Abhijit Ganguly Join BJP : বিজেপিতে আনুষ্ঠানিক যোগদান, টিম মোদীতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়

সবমিলিয়ে তমলুক থেকে কি প্রার্থী করা হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেই? তা নিয়ে জল্পনা চলছেই। এরই মধ্যে রাজ্য়ের বিরোধী দলনেতার বাড়িতে গেলেন এই বিচারপতি। উল্লেখ্য, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল। এখন দেখার তমলুক কেন্দ্রে কি এবার লোকসভায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বনাম দেবাংশু ?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *