Bidhannagar Municipal Corporation,জঞ্জাল সাফাই, নিকাশিতে চার্জ দেবেন বিধাননগরের বাসিন্দারা – bidhannagar municipal corporation resident have to pay garbage disposal and drainage services


এই সময়: মূল সল্টলেক ছাড়াও বিধাননগর পুরনিগমের প্রতিটি ওয়ার্ডের বাসিন্দাদেরই এ বার থেকে জঞ্জাল সাফাই এবং নিকাশি পরিষেবার খরচ দিতে হবে। ১ এপ্রিল থেকে এই নিয়ম কার্যকরী করতে চলেছে পুরনিগম। সম্পত্তিকরের সঙ্গেই এই খরচ নেওয়া হবে। মূলত আয় বাড়াতেই এই পদক্ষেপ পুরনিগমের।মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী বলেন, ‘রাজ্য সরকারের নির্দেশেই এই নয়া নিয়ম চালু করা হচ্ছে। আয় বাড়ার ফলে এলাকায় আরও উন্নয়নমূলক কর্মসূচি নেওয়া যাবে।’ পুরকর্তারা জানাচ্ছেন, এতদিন মূল সল্টলেকের বাসিন্দাদের থেকেই শুধু নিকাশি এবং জঞ্জাল সাফাইয়ের জন্যে কর নেওয়া হতো।

এ বার রাজারহাট, কেষ্টপুর, বাগুইআটি এবং সংযোজিত সল্টলেকের বাসিন্দাদেরও এই কর দিতে হবে। নয়া নিয়ম প্রসঙ্গে কেষ্টপুরের বাসিন্দা বিজয় দত্তর বক্তব্য,’রাজারহাট, কেষ্টপুরের অনেক এলাকাতেই এখনও বর্ষায় জল জমে। জঞ্জালও ঠিক ভাবে সাফাই হয় না। এই ব্যবস্থার পরিবর্তনের পরেই নতুন নিয়ম জারি করা উচিত ছিল।’ রাজারহাটের বিপাশা চৌধুরীর প্রশ্ন, ‘টাকা তো আমরা দেব। কিন্তু পরিষেবার মান উন্নত হবে তো?’

পুরকর্তাদের দাবি, আয় বাড়ার ফলে নিকাশি পরিকাঠামো যেমন উন্নত হবে তেমনই এলাকা পরিচ্ছন্ন রাখার উপরেও জোর দেওয়া সম্ভব হবে। ২০২৪-২৫-এর বাজেটেই নতুন নিয়ম কার্যকরী করার বিষয়টি জানানো হয়েছে। ঠিক হয়েছে, বার্ষিক সম্পত্তিকরের উপরে ১ শতাংশ হারে জঞ্জাল সাফাইয়ের খরচ এবং ০.৭৫ শতাংশ হারে নিকাশি পরিষেবার খরচ নেওয়া হবে পুরবাসীদের কাছ থেকে।

পোষ্যদের চিকিৎসার জন্য হাসপাতাল বিধাননগরে

সব মিলিয়ে বাজেটে সম্পত্তিকর থেকে ৪০ কোটি টাকা রোজগারের টার্গেট রাখা হয়েছে। উন্নয়নমূলক কাজে গতি আনতে কাউন্সিলারদের বার্ষিক তহবিল ৫০ লক্ষ থেকে বাড়িয়ে ৭০ লক্ষ টাকাও করা হয়েছে। প্রবীণ নাগরিকদের জন্যে প্রতিটি ওয়ার্ডে বসার জায়গা তৈরি হবে বলে জানানো হয়েছে।

রাজারহাট-গোপালপুরের চুক্তিভিত্তিক পুরকর্মীদের বেতন মাসে ১৫০০ টাকা এবং সল্টলেকের কর্মীদের বেতন মাসে ১০০০ টাকা বাড়ানো হবে বলেও জানানো হয়েছে পুরবাজেটে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *