BJP Second Candidate List : অপেক্ষার শেষ হতাশায়, বিজেপির দ্বিতীয় প্রার্থীতালিকায় ব্রাত্য বাংলা – bjp second list not included west bengal candidates name for lok sabha election


বুধবার সন্ধ্যায় ঘোষিত হল বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা। তবে অন্যান্য বেশ কিছু রাজ্যের জন্যে প্রার্থী তালিকা প্রকাশ করা বলেও সেই তালিকায় নাম নেই পশ্চিমবঙ্গের কোনও বিজেপি প্রার্থীর নাম। এদিন সন্ধ্যায় রাজ্যের বাকি ২৩টি আসনের প্রার্থী ঘোষণার খবর থাকলেও ঘোষণা হল না এই রাজ্যের প্রার্থীদের নাম।গত ৪ মার্চ প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। বাকি ২২টি আসনের প্রার্থী ঘোষণা হওয়ার কথা ছিল। তবে আসানসোল আসন থেকে পবন সিং সরে যাওয়ায় বাকি ২৩টি আসনের কথা ছিল প্রার্থী ঘোষণা হওয়ার। কিন্তু বুধবার সেই বাকি আসনগুলোতে প্রার্থী ঘোষণা করল না বিজেপি।

বুধবার সন্ধ্যায় বিজেপির তরফে পাঁচটি রাজ্য এবং দুটি কেন্দ্র শাসিত অঞ্চলের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এর মধ্যে গুজরাট, মধ্য প্রদেশ, কর্ণাটক, হিমাচল প্রদেশ এবং তাঁর সঙ্গে দিল্লি, দাদরা ও নগর হাভেলির প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তবে সেই প্রার্থী তালিকায় পশ্চিমবঙ্গের নাম নেই। প্রথম দফায় গোটা দেশের মোট ১৯৫টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। তবে, দ্বিতীয় দফায় সেখানে মাত্র ৪৩ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তবে ধারণা করা হচ্ছিল, দ্বিতীয় দফায় বিজেপি গোটা দেশের মোট ৯০টি প্রার্থীর নাম ঘোষণা করবে।

গত সোমবার বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটি দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণার আগে বৈঠকে বসেছিল। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। একাধিক রাজ্যের প্রার্থীদের নিয়ে সেখানে কাটাছেঁড়া করা হয়। জানা গিয়েছিল, পশ্চিমবঙ্গের প্রার্থীদের নিয়েও আলোচনা হয়। তবে আপাতত, পশ্চিমবঙ্গের জন্য বাকি প্রার্থীদের নাম ঘোষণা করা হল না।

West Bengal Political News : ‘মোদী মিত্র’-রাই ভরসা! বাংলায় সংখ্যালঘুদের মন পেতে কোন অস্ত্রে শান দিচ্ছে গেরুয়া শিবির?
ইতিমধ্যে রাজ্যের ৪২টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা দেখে বিজেপির বাকি আসনের প্রার্থী তালিকায় কিছু রদবদল হতে পারে বলেও মনে করা হয়েছিল। সেই মত বুধবার নতুন প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার অপেক্ষায় ছিলেন রাজ্য নেতৃত্বরা। তবে সেই আশায় জল ঢেলে দ্বিতীয় তালিকায় রাখা হল না কোনও পশ্চিমবঙ্গের প্রার্থীর নাম। তাহলে কি উপযুক্ত প্রার্থী পেতে সমস্যা হচ্ছে গেরুয়া শিবিরের, খোঁচা তৃণমূল শিবিরের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *