অন্য দিকে, এ দিন ডায়মন্ড হারবার বিধানসভার নুরপুরে নতুন একটি পল্টন জেটিরও ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। প্রায় ৫ কোটি ৪৯ লক্ষ টাকা ব্যয়ে কংক্রিট, লোহা ও কাঠের তৈরি এই পন্টুন জেটিঘাটটি তৈরিতে ব্যয় করা হয়েছে। দীর্ঘদিন ধরে নুরপুরে একটি স্থায়ী জেটিঘাটের দাবি ছিল এলাকার বাসিন্দা থেকে নিত্য যাত্রীদের।
পূর্ব মেদিনীপুরের কুঁকড়াহাটি এবং হাওড়া শ্যামপুরে যেতে গেলে নুরপুরের ঘাট থেকে বাঁশের সাঁকো এবং কখনও কাঁদা ঘেঁটে ভুটভুটিতে উঠে নদী পারাপার করতে হতো যাত্রীদের। উদ্বোধনের পর এ দিন নতুন জেটিটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। আগামী দিনে এই জেটিঘাট থেকে ভেসেল চালানো হবে বলে জানা গিয়েছে।
এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেচ দপ্তরের ডায়মন্ড হারবার মহকুমার অধিকারিক অভিনব মজুমদার, বিধায়ক পান্নালাল হালদার, বিডিও সুকান্ত অধিকারী, পঞ্চায়েত সমিতির সভাপতি লায়লা বিবি, পূর্তের কর্মাধ্যক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, এ দিন কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ও ডায়ালিসিস পরিষেবা চালু করা হয়।
ফিতে কেটে উদ্বোধন করেন কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা। এই পরিষেবা চালু হওয়ায় আগামী দিনে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথরপ্রতিমা, সাগর ও নামখানা এলাকার বাসিন্দারা উপকৃত হবেন বলে জানান মন্টুরাম পাখিরা।
