আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনওদিন যাইনি, যাবও না
স্বপন বন্দ্যোপাধ্যায়
সেক্ষেত্রে কেন তিনি দিল্লি গিয়েছেন? সেই কারণও খোলসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। তিনি বললেন, ‘দিল্লিতে আমার এক দাদার অপারেশন রয়েছে, সন্তুদা-সেই কারণেই এখানে এসেছি।’ অর্থাৎ তাঁর দিল্লি যাওয়ার সঙ্গে রাজনীতির দূর দূরান্ত পর্যন্ত কোনও যোগাযোগ নেই, স্পষ্ট দাবি করেছেন মমতার ভাই।
তবে হাওড়ার তৃণমূলের প্রার্থী নিয়ে একরাশ ক্ষোভ শোনা যায় স্বপনের কণ্ঠে। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করে বলতে পারি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনওদিন যাইনি, যাবও না। প্রথম থেকে আমি পার্টির সঙ্গে জড়িয়ে রয়েছি। আজ পর্যন্ত দলের বিরুদ্ধে যাইনি। যে মানুষটা মোহনবাগান ক্লাবে জেনারেল মিটিংয়ের সময় আমাকে গলা ধাক্কা দিয়ে অপমান করেছিল সেই প্রসূন বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার প্রচুর অ্যালার্জি। কারণ একটা মানুষ যিনি ক্লাস থার্ড পাশ করতে পারেন না তাঁকে গ্র্যাজুয়েশন পাশ করিয়ে দিচ্ছে। হাওড়ার কোনও মানুষ ওঁকে মেনে নিচ্ছে কিনা আমি জানি না। আমি বলতে পারি এই প্রার্থীটা ঠিক হয়নি তৃণমূলের।’
পাশাপাশি নির্দল হয়ে দাঁড়ানোর কথাও বলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বলেন, ‘নির্দল প্রার্থী হয়েও হয়তো হাওড়া কেন্দ্র থেকে দাঁড়াতে পারি। দিদি আমার কাছে ভগবান। তাঁর কথা অক্ষরে অক্ষরে পালন করি। কিন্তু, আমার লড়াইটা কার বিরুদ্ধে সবাই জানে। দিদির থেকে আশীর্বাদ চাইব…’
তিনি আরও বলেন, ‘প্রসূন MP ল্যাডের টাকা শেষ করতে পারেন না। তাঁর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন। অনেক ভালো ভালো প্রার্থী পদপ্রার্থী ছিল। আমার মনে হয় ওঁকে না প্রার্থী করতেই পারত।’