Ramadan 2024 : মুসলিম শিক্ষক-শিক্ষাকর্মীদের এগিয়ে এল ছুটির সময়, রমজানের জন্য বিশেষ নির্দেশ – west bengal government issued special notice for muslim teachers due to ramadan


মুসলিম ধর্মাবলম্বীদের রোজা পালন শুরু হয়েছে। সামনেই রয়েছে ঈদ উৎসব। এর মধ্যে রাজ্যের বিভিন্ন সরকারি এবং সরকারি অনুমোদিত স্কুলের শিক্ষক – শিক্ষাকর্মীদের জন্য খুশির খবর দিল রাজ্য সরকার। রোজা পালনের জন্য মুসলিম ধর্মাবলম্বীদের জন্য স্কুলের কর্ম সময় কিছুটা কমানোর সিদ্ধান্তের কথা জানাল রাজ্য সরকার।পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে জানানো হয়েছে, রমজান মাসে মুসলিম ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষাকর্মীরা বিকেল সাড়ে তিনটার মধ্যে স্কুল পরিত্যাগ করতে পারবেন। রোজা পালনের জন্য তাঁরা নির্ধারিত সময়ের আগে কর্মস্থল থেকে ছুটি পাওয়ার সুযোগ পাবেন।

গতকাল থেকে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের মুসলিম ধর্মাবলম্বী মানুষরা রোজা পালন শুরু করেছেন। আগামী এক মাস রমজান মাসের কারণে তাঁরা রোজা পালন করবেন। ঈদ উৎসবের আগে এই রোজা পালন তাঁদের পবিত্র একটি ধর্মীয় রীতি। ইতিমধ্যেই এই একমাসের জন্য রাজ্য সরকারের তরফে রেশনে বিশেষ প্যাকেজ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ১১ মার্চ থেকে আগামী ১২ এপ্রিল পর্যন্ত এই বিশেষ প্যাকেজ দেওয়া হবে। প্যাকেজে অন্তর্ভুক্ত করা হয়েছে ভর্তুকিযুক্ত চিনি, ভর্তুকিযুক্ত ছোলা এবং ভর্তুকিযুক্ত ময়দা।

Government Notice

সরকারি বিজ্ঞপ্তি

রমজান মাসের শুরু থেকেই ঈদের জন্য কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। নাখোদা মসজিদের ঘোষণা অনুযায়ী, এ দেশে আনুষ্ঠানিকভাবে রমজান মাস শুরু হয়েছে গত মঙ্গলবার থেকে। এদিন থেকেই রোজা রাখতে পারবেন মুসলিম ধর্মাবলম্বীরা। যদিও, ইদের এখনও কোনও আনুষ্ঠানিক দিন ঘোষণা করা হয়নি। চাঁদ দেখার পর সেইদিন নির্ধারিত হবে।

Eid 2024 Date : মঙ্গলে শুরু রোজা, দেশে খুশির ইদ কবে?
উল্লেখ্য, আগামী ৩০ দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নির্জলা উপোস করে থাকবেন। আল্লাহর উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা করবেন তাঁরা। সন্ধায় ইফতারের পর শেষ হয় উপবাস পালন। ১২ মার্চ থেকে যেহেতু রোজা শুরু হয়েছে, সেই কারণে আগামী ১০ এপ্রিল ইদের দিন হিসাবে ঘোষিত হতে পারে। যদিও, এই বিষয়ে চূড়ান্ত আসবে চাঁদ দেখার পর। উল্লেখ্য, এই বছর প্রথম রোজা রাখা হয় ১৩ ঘণ্টা ১৯ মিনিট। রমজান মাসের শেষ রোজার সময়ও নির্ধারিত করে দেওয়া হয়েছে। সেই সময় হল ১৪ ঘণ্টা ১৪ মিনিট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *