গতকাল থেকে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের মুসলিম ধর্মাবলম্বী মানুষরা রোজা পালন শুরু করেছেন। আগামী এক মাস রমজান মাসের কারণে তাঁরা রোজা পালন করবেন। ঈদ উৎসবের আগে এই রোজা পালন তাঁদের পবিত্র একটি ধর্মীয় রীতি। ইতিমধ্যেই এই একমাসের জন্য রাজ্য সরকারের তরফে রেশনে বিশেষ প্যাকেজ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ১১ মার্চ থেকে আগামী ১২ এপ্রিল পর্যন্ত এই বিশেষ প্যাকেজ দেওয়া হবে। প্যাকেজে অন্তর্ভুক্ত করা হয়েছে ভর্তুকিযুক্ত চিনি, ভর্তুকিযুক্ত ছোলা এবং ভর্তুকিযুক্ত ময়দা।

সরকারি বিজ্ঞপ্তি
রমজান মাসের শুরু থেকেই ঈদের জন্য কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। নাখোদা মসজিদের ঘোষণা অনুযায়ী, এ দেশে আনুষ্ঠানিকভাবে রমজান মাস শুরু হয়েছে গত মঙ্গলবার থেকে। এদিন থেকেই রোজা রাখতে পারবেন মুসলিম ধর্মাবলম্বীরা। যদিও, ইদের এখনও কোনও আনুষ্ঠানিক দিন ঘোষণা করা হয়নি। চাঁদ দেখার পর সেইদিন নির্ধারিত হবে।
উল্লেখ্য, আগামী ৩০ দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নির্জলা উপোস করে থাকবেন। আল্লাহর উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা করবেন তাঁরা। সন্ধায় ইফতারের পর শেষ হয় উপবাস পালন। ১২ মার্চ থেকে যেহেতু রোজা শুরু হয়েছে, সেই কারণে আগামী ১০ এপ্রিল ইদের দিন হিসাবে ঘোষিত হতে পারে। যদিও, এই বিষয়ে চূড়ান্ত আসবে চাঁদ দেখার পর। উল্লেখ্য, এই বছর প্রথম রোজা রাখা হয় ১৩ ঘণ্টা ১৯ মিনিট। রমজান মাসের শেষ রোজার সময়ও নির্ধারিত করে দেওয়া হয়েছে। সেই সময় হল ১৪ ঘণ্টা ১৪ মিনিট।