Sajda Ahmed : উলুবেড়িয়ায় জয়ের ব্যবধান বাড়াবেন সাজদা? প্রচারের সিক্রেট ফাঁস জেলা TMC নেতৃত্বের – uluberia constituency tmc lok sabha candidate sajda ahmed will start campaigning soon


আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ৪২টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। উলুবেড়িয়া কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুলতান আহমেদের ঘরণী সাজদা আহমেদ। যদিও, নাম ঘোষণার দু’দিন পরেও তাঁকে প্রচারে নামতে দেখা যায়নি। তিনি সঠিক সময়েই প্রচারে নামবেন বলে দাবি জেলা নেতৃত্বের।দোরগোড়ায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। বিজেপি প্রথম দফায় তাঁদের প্রার্থী তালিকা প্রকাশের পর এবার দ্বিতীয় দফায়ে প্রার্থী তালিকা প্রকাশের পথে। অন্যদিকে, গত রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে ৪২ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। সেই তালিকায় বেশ কয়েকটি নতুন মুখের পাশাপাশি একাধিক পুরনো মুখের উপর আস্থা রেখেছে রাজ্যের শাসক দল। যার মধ্যে অন্যতম সাংসদ সাজদা আহমেদ। গত লোকসভা নির্বাচনের মত এবারেও উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে সাংসদ সাজদা আহমেদকে পুনরায় প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পথ রাজ্যের একাধিক জায়গায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে দেওয়াল লিখনের পাশাপাশি জোর কদমে প্রচারে নেমে পড়েছেন তৃণমূল প্রার্থীরা। যদিও ৭২ ঘণ্টা কেটে গেলেও এখনও প্রচার দূরে উলুবেড়িয়ায় দেখা যায়নি তৃণমূল প্রার্থী সাজদা আহমেদকে। আর তাতে কিছুটা হলেও হতাশ কর্মী-সর্থকরা।

যদিও হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের দাবি, কর্মীদের হতাশ হওয়ার কোন প্রশ্ন নেই। সঠিক সময়েই প্রার্থী প্রচারে নামবেন। রবিবার সাজদা আহমেদের নাম ঘোষনার পরেই বিভিন্ন বিধানসভা কেন্দ্রে প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন শুরু হলেও এখনও পর্যন্ত তৃণমূল প্রার্থী প্রচারে না নামায় কিছুটা হলেও হতাশ তৃণমূল কর্মী সমর্থকরা। নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূল কর্মী সমর্থকদের বক্তব্য, অন্যান্য জায়গায় তৃণমূল প্রার্থীরা জোর কদমে প্রচার শুরু করলেও এখানে প্রার্থী না আসায় আমরা প্রচারে নামতে পারছি না।

সঠিক সময়ে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ প্রচারে নামবেন বলে দাবি করেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক অরুণাভ সেন। তিনি বলেন, ‘হাওড়া গ্রামীণ জেলায় তৃণমূল যথেষ্ট শক্তিশালী। ইতিমধ্যে কর্মীরা প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন শুরু করে দিয়েছে। তবে প্রার্থী প্রচারে না নামলেও প্রতিটি বুথে বুথে সাংগাঠনিক কাজ যথারীতি হচ্ছে। অরুনাভ সেন জানান, জনগর্জন সভাকে সামনে রেখে ইতিমধ্যে নির্বাচনের কাজ অনেকটাই গোছানো হয়ে গেছে।

দলনেত্রীকেই অনুসরণ? প্রচারে বেরিয়ে মোমো বানালেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী
গত লোকসভা নির্বাচনে উলুবেড়িয়া লোকসভা আসন থেকে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ ২ লাখ ১৫ হাজার ৩৫৯ ভোটে বিজেপি প্রার্থী জয় বন্দোপাধ্যায়কে পরাজিত করে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। সাজদা আহমেদ পেয়েছিলেন ৬ লাখ ৯৪ হাজার ৯৪৫ ভোট অন্যদিকে বিজেপি প্রার্থী জয় বন্দোপাধ্যায় পেয়েছিলেন ৪ লাখ ৭৯ হাজার ৫৮৬ ভোট। আর এবার সাজদা আহমেদকেই পুনরায় উলুবেড়িয়া কেন্দ্রে প্রার্থী করে বিরোধীদের রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *