পূর্ব মেদিনীপুরের শিল্প শহর হলদিয়ার সঙ্গে শহর কলকাতা যোগাযোগ স্থাপনে চালু হল নতুন সরকারি বাস পরিষেবা। মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তীর হাত ধরে নয়া এই পরিষেবা চালু হল। আজ বুধবার থেকেই থেকে হলদিয়া থেকে কলকাতা ভায়া চৈতন্যপুর,মহিষাদল, তমলুক রাজ্য সড়ক ধরে নতুন সরকারি বাস পরিষেবার সুবিধা গ্রহণ করতে পারবেন মানুষ। আগে হলদিয়া – কলকাতা রাজ্য সড়ক দিয়ে সরকারি এই বাস পরিষেবা চালু ছিল। কিন্তু গত কয়েক বছর তা বন্ধ হয়ে যায়। ফলে সমস্যার মধ্যে পড়তে হয় হলদিয়া, চৈতন্যপুর, মহিষাদল, তমলুকের বহু মানুষকে।এর প্রেক্ষিতে বহু মানুষ তাঁদের সমস্যার কথা মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তীর কাছে জানান। মানুষের আবেদনের ভিত্তিতে এই পরিষেবাটি যাতে পুনরায় চালু করা যায় পরিবহণ দফতরকে জানান বিধায়ক। অবশেষে হলদিয়া – কলকাতা বাস পরিষেবার অনুমোদন দেয় পরিবহণ দফতর। বুধবার হলদিয়া থেকে সেই বাস পরিষেবা চালু হল। জানা গিয়েছে, প্রতিদিন হলদিয়া থেকে সকাল ৯ টায় ছাড়বে বাসটি। কলকাতায় পৌঁছবে দুপুর সাড়ে ১২টা – ১টা নাগাদ। আবার কলকাতা থেকে দুপুর ২টোয় ছাড়বে বাসটি। হলদিয়ায় পৌঁছবে বিকেল সাড়ে ৫টা – ৬টা নাগাদ। একপিঠের ভাড়া জনপতি ১০৯ টাকা। নতুন চালু হওয়া এই বাসটির নম্বর হল WB39C3566।
এদিকে নতুন এই বাস পরিষেবা চালু হওয়ায় ব্যাপক খুশির হাওয়া হলদিয়াবাসীর মধ্যে। সরকারি বাস পরিষেবা চালু হওয়ায় অনেকটাই সুবিধে হবে স্থানীয় পড়ুয়া থেকে শুরু করে ব্যবসায়ী তথা আপামর হলদিয়াবাসীর। প্রাথমিকভাবে একটি বাসের মাধ্যমে পরিষেবা প্রদান শুরু হলেও, পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী সংখ্যা বাড়ান হবে বলেই পরিবহণ দফতর সূত্রে খবর। এই প্রসঙ্গে, স্থানীয় পড়ুয়া তনুশ্রী দাস বলেন, ‘পড়াশোনার জন্য প্রায়শই কলকাতা যেতে হয়। যাতায়াতের ভীষণ সমস্যা হত। সরকারি বাস পরিষেবা চালু হওয়ায় আমাদের মতো মেয়েদের ভীষণ সুবিধা হবে।’
এদিকে নতুন এই বাস পরিষেবা চালু হওয়ায় ব্যাপক খুশির হাওয়া হলদিয়াবাসীর মধ্যে। সরকারি বাস পরিষেবা চালু হওয়ায় অনেকটাই সুবিধে হবে স্থানীয় পড়ুয়া থেকে শুরু করে ব্যবসায়ী তথা আপামর হলদিয়াবাসীর। প্রাথমিকভাবে একটি বাসের মাধ্যমে পরিষেবা প্রদান শুরু হলেও, পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী সংখ্যা বাড়ান হবে বলেই পরিবহণ দফতর সূত্রে খবর। এই প্রসঙ্গে, স্থানীয় পড়ুয়া তনুশ্রী দাস বলেন, ‘পড়াশোনার জন্য প্রায়শই কলকাতা যেতে হয়। যাতায়াতের ভীষণ সমস্যা হত। সরকারি বাস পরিষেবা চালু হওয়ায় আমাদের মতো মেয়েদের ভীষণ সুবিধা হবে।’
প্রসঙ্গত, রাজ্যের অন্যতম শিল্প শহর এই হলদিয়া। একদিকে স্থানীয়াদের যেমন বিভিন্ন প্রয়োজনে মাঝেমধ্যেই হলদিয়া থেকে কলকাতা বা কলকাতা হয়ে রাজ্যের অন্যত্র যাতায়াত করতে হয়, তেমনই কলকাতা তথা অন্যান্য জেলা থেকেও বহু মানুষই যাতায়াত করেন হলদিয়ায়। সেই জায়গায় নতুন এই বাস পরিষেবা তাঁদের যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধাজনক হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।