Weather Forecast Kolkata : বসন্তেও আকাশের মুখ ভার! কলকাতা সহ কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা? – kolkata weather and west bengal rain forecast on 14 march


বসন্তের মাঝে বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি। রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকেই আকাশের মুখ ভার এবং বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। গত সপ্তাহ থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হলেও বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলতে পারে বঙ্গবাসীর। পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।বৃহস্পতিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তন হতে পারে। বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বদল হওয়ার সম্ভাবনা বেশি। জানা গিয়েছে, বঙ্গোপসাগর থেকে আগত জলীয় বাষ্প, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই মেঘের আনাগোনা বাড়ছে। সেই কারণেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কলকাতার আবহাওয়া কেমন?

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ দেখা গিয়েছে ৩৭ থেকে ৯৫ শতাংশের আশপাশে। তবে বৃহস্পতিবার বৃষ্টির জেরে সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা কমলেও মেঘের কারণে সামগ্রিক তাপমাত্রা ঊর্ধ্বমুখীই থাকবে। বজ্রগর্ভ মেঘ থেকে স্বল্প সময়ের জন্য বৃষ্টির অল্প সম্ভাবনা রয়েছে। বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। বৃহস্পতিবার, শনিবার এবং মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি।

West Bengal Weather Update: হালকা শীতে মনোরম আবহাওয়া চলতি সপ্তাহে ফের দুর্যোগ! নজরে আজকের আবহাওয়া

দক্ষিণবঙ্গ কেমন আবহাওয়া?

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় সব থেকে বেশি। এছাড়াও ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও বাঁকুড়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। এরপর শনিবার ও রবিবার ফের বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। জানা গিয়েছে, বৃষ্টির পরিমাণ একটু কমলেও মঙ্গলবার আবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গে কেমন আবহাওয়া?

যদিও উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরের জেলাগুলিতে। দার্জিলিং, কর্শিয়াং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। পরের সপ্তাহ থেকে তাপমাত্রার কিছুটা পরিবর্তন হতে পারে। বঙ্গোপসাগর থেকে ইতিমধ্যেই জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে। সেই কারণে, আগামী কয়েকদিনের জন্য বৃষ্টির মধ্যে কাটাতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। স্কুল, অফিস, কর্মস্থলে বেরোনোর সময় সঙ্গে ছাতা রাখা বাঞ্ছনীয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *