Arjun Singh,ব্য়রাকপুর সিট থেকেই নির্বাচনে লড়ব: অর্জুন – arjun singh announced that he will contest lok sabha election from barrackpore seat


এই সময়: অর্জুন সিং নিজে বলেছেন, তিনি কোন দলে আছেন তা নিজেও জানেন না। তবে লোকসভা ভোটে তিনি প্রার্থী হবেনই। এবং সেটা ব্যারাকপুর থেকেই। এই বিতর্কে বুধবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, অর্জুন যেহেতু এখনও বিজেপিরই সাংসদ, তাই তিনি কোন দলের প্রার্থী হবেন, সেটা তাঁর ব্যক্তিগত বিষয়।অর্জুন জোড়াফুলের প্রতীকে দাঁড়াতে চাইলেও তৃণমূল নেতাদের মিলিত সমর্থন পার্থ ভৌমিকের পক্ষে ছিল বলেও জানিয়েছেন মমতা।
রবিবার ব্রিগেডে তৃণমূলের সভায় পার্থকে ব্যারাকপুরে প্রার্থী হিসেবে ঘোষণা করা পরেই অর্জুন বিদ্রোহী হয়েছেন। তৃণমূল বিশ্বাসঘাতকতা করেছে বলেও অভিযোগ করেন তিনি।

অর্জুনের সঙ্গে ফিরহাদ হাকিম কথা বললেও কোনও সমঝোতা সূত্র এদিন পর্যন্ত বেরোয়নি। মঙ্গলবার ব্যারাকপুরে অর্জুনের অফিসে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নামিয়ে সেখানে নরেন্দ্র মোদীর ছবি রাখা হয়। অর্জুন ফের বিজেপিতে প্রত্যাবর্তন করবেন কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রবল চর্চা শুরু হয়েছে।

এই পরিস্থিতিতে শিলিগুড়িতে বুধবার মমতা বলেন, ‘আমার কিছু বলার নেই। উনি তো এখনও বিজেপির সাংসদ। উনি কিন্তু বিজেপির সাংসদ পদ ছাড়েননি, এটা মাথায় রাখবেন। উনি এখনও বিজেপির টিকিটেই সাংসদ রয়েছেন। তাই এটা ওঁর স্বাধীনতা, কোন পার্টির হয়ে দাঁড়াবেন, না-দাঁড়াবেন। আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। ব্যারাকপুরে আমাদের প্রার্থী পার্থ ভৌমিক। আমাদের সেচমন্ত্রী। ভালো ছেলে। আমি আশা করি পার্থ ভৌমিক মানুষের সমর্থন পাবে।’

২০১৯ সালে অর্জুন বিজেপির প্রতীকে জয়ী হলেও পরবর্তী সময়ে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে জোড়াফুলে এসেছিলেন। তৃণমূল ২০২৪-এর লোকসভা নির্বাচনে টিকিট দেবে, এই আশ্বাসেই তিনি শিবির বদল করেছিলেন বলে অর্জুন একাধিকবার দাবি করেছেন। শিবির বদল করলেও খাতায়কলমে তিনি এখনও বিজেপির সাংসদ রয়েছেন।

এদিন তৃণমূলনেত্রীর কথা শুনে অর্জুনের তির্যক মন্তব্য, ‘আমি বিজেপিতে আছি, এই কথা বলার জন্য দিদিমণিকে অভিনন্দন জানাই। আমি বিজেপির সাংসদ হয়েও ব্রিগেডে ওঁর মঞ্চে বসেছিলাম—এটা আমার গ্রহণযোগ্যতার পরিচয়। বিজেপির সাংসদ হওয়া সত্ত্বেও ব্রিগেডে ওঁর মঞ্চে আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল—এটা ভালো লাগছে।’

অর্জুনকে তৃণমূল টিকিট না দিলেও ২০২১-এর বিধানসভা নির্বাচনে পদ্ম-প্রতীকে জয়ী কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারীকে তৃণমূল লোকসভা নির্বাচনে প্রার্থী করেছে। এনিয়ে মমতার যুক্তি, ‘যাঁরা তৃণমূলকে ভালোবেসে এসেছেন, যাঁরা দলের প্রতি কমিটমেন্ট দেখিয়েছেন… আমি একা কিন্তু দলের সিদ্ধান্ত নিই না। আমরা মিলিত ভাবে নিই। তৃণমূল কংগ্রেস একটি বড় পরিবার। আপনারা কি ভাবেন, আমি সব একা করি? তা নয়। আমাদেরও একটি ফুল টিম রয়েছে। সেই টিম মিলিত ভাবে যেখানে যে যোগ্য, তাঁকে প্রার্থী করেছে এবং যোগ্যতার নিরিখেই আমরা (প্রার্থী) করেছি।’

পার্থ ভালো ছেলে মমতা মনে করলেও অর্জুন রাজ্যের এই মন্ত্রীর বিরুদ্ধে ব্যারাকপুর অঞ্চলে সিন্ডিকেট চালানোর অভিযোগ করেছেন। অর্জুনের কথায়, ‘ব্যারাকপুর লোকসভা আসন থেকেই আমি ভোটে দাঁড়াব। পার্থ ভৌমিকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করব। নির্দল হিসেবে নয়, দলীয় প্রতীকে ভোটে দাঁড়াব। ২০১৯ সালে বিজেপি ব্যারাকপুরে জয়ী হয়েছিল। এবারও এই আসনটি বিজেপি-র দখলেই থাকবে। পার্থর সিন্ডিকেট থেকে ব্যারাকপুরকে বাঁচাতেই হবে।’

Arjun Singh : অর্জুনের প্রত্যাবর্তনে বিরক্ত পদ্মের নিচুতলা? বাড়ছে জল্পনা

পাল্টা পার্থর জবাব, ‘ব্যারাকপুরের মানুষের অভিমত নিয়ে যখন ভোটের ফল বেরোবে তখন অর্জুন সিং জানতে পারবেন মানুষ কার সঙ্গে আছেন। উনি এখন ফাঁকা আছেন। আমি এখন ব্যস্ত। বন্ধুর প্রতি আমার শুভেচ্ছা রইল। আমার বন্ধু ভালো থাকুন।’ প্রকাশ্যে পার্থ কিছুটা গান্ধীগিরি করলেও ব্যারাকপুর বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে তিনি এদিন টিটাগড়, ব্যারাকপুর, গারুলিয়া, আমডাঙায় গিয়ে কাউন্সিলার এবং পঞ্চায়েত সদস্যদের সঙ্গে নির্বাচনী রণকৌশল নিয়ে বৈঠক করেছেন।

ব্যারাকপুর বিজেপির দখলে থাকবে বলে অর্জুন দাবি করলেও গেরুয়া শিবির আদৌ অর্জুনকে দলে ফেরাবে কি না, ফেরালেও টিকিট দেবে কি না, তা এদিন পর্যন্ত স্পষ্ট নয়। ব্যারাকপুরের একাধিক জায়গায় ‘পাল্টিবাজ’ অর্জুনকে বিজেপিতে না-ফেরানোর সওয়াল করে হাতে লেখা পোস্টার পড়েছে। এই পোস্টার কারা দিয়েছে, তা অবশ্য স্পষ্ট হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *