CAA Act : মতুয়া কার্ড নিয়ে জোর তরজা বিজেপি-তৃণমূলে – bjp trinamool struggle over matua card after caa notification issued


এই সময়, ঠাকুরনগর: কেন্দ্র সিএএ চালু করার বিজ্ঞপ্তি জারির পরেই বিরোধিতার সুর আরও চড়া করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে যেমন সন্দেহ প্রকাশ করেছেন, তেমনই নাগরিকত্বের জন্য আবেদন করলেই অনুপ্রবেশকারী হয়ে যাবেন বলেও মতুয়াদের সতর্ক করেছেন তিনি।পাল্টা শান্তনু ঠাকুরের দাবি, মতুয়া মহাসঙ্ঘের কার্ড করলেই নাগরিকত্ব পাওয়া যাবে। কেউ আটকাতে পারবে না। যা নিয়ে শান্তনু ঠাকুরকে আক্রমণ করেছেন তৃণমূলের রাজ্যসভার সংসদ মমতাবালা ঠাকুর। সিএএ চালুর বিজ্ঞপ্তি জারির পরেই বিজেপি প্রভাবিত মতুয়া, পাগল, গোঁসাইরা ঠাকুরবাড়িতে আসছেন।

হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে ডংকা, কাঁসর বাজিয়ে কীর্তন করছেন। জয়ধ্বনি দিচ্ছেন। এমনিতেই সারা বছর ঠাকুরবাড়ি সংলগ্ন বিজেপি প্রভাবিত অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের কেন্দ্রীয় কার্যালয়ে এসে সঙ্ঘের সদস্যপদের জন্য মতুয়া কার্ড নিতে দেখা যায় মতুয়াদের। কেউ কেউ আবার মতুয়া কার্ড রিনুয়াল করাতেও আসেন।

সদস্যপদের কার্ডের জন্য টাকা দিতে হয় মতুয়াদের। সিএএ চালুর বিজ্ঞপ্তি জারি হওয়ার পর সেই মতুয়া কার্ড করার প্রবণতা বেড়েছে। বুধবার যেমন বিজেপি প্রভাবিত অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের কেন্দ্রীয় কার্যালয়ে নতুন কার্ড করা এবং কার্ড রিনুয়ালের জন্য অনেককে দেখা গেল।

মতুয়া কার্ড থাকলে নাগরিকত্ব পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না বলে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বক্তব্যের পর বিজেপি প্রভাবিত সংগঠনের কার্ড করার প্রবণতা দেখা যাচ্ছে মতুয়াদের একটা অংশের মধ্যে। এর বাইরে মতুয়াদের একটা বড় অংশও আবার নতুন করে নাগরিকত্বের জন্য আবেদনে অনীহা প্রকাশ করছেন। আবেদন করলেই চিহ্নিত হওয়ার আশঙ্কা করেছেন তাঁরা।

বিজ্ঞপ্তির বিরোধিতায় ঠাকুরবাড়িতে অনশন করার ভাবনাও রয়েছে তাঁদের। তৃণমূলের অভিযোগ, বনগাঁর সাংসদ হওয়ার পরেই মতুয়া কার্ড করানোর জন্য সাধারণ মতুয়াদের উপর চাপ সৃষ্টি করছেন শান্তুনু ঠাকুর। এই প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন, ‘মতুয়া কার্ড করার প্রবণতা বৃদ্ধি বড় কথা নয়। আমি তো গ্যারান্টি দিয়েই বলছি কোনও নথি আমার মতুয়া ভাই-বোনেদের লাগবে না।

কারও যদি কোনও ডকুমেন্টস না থাকে, সেক্ষেত্রে সেলফ ডিক্লারেশন দেবেন আপনারা। আমি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে, একজন মন্ত্রী হিসেবে এ কথা বলছি। মতুয়া মহাসঙ্ঘ থেকে কার্ড করুন। এই কার্ড থাকলে আপনি সংগঠনের একজন সদস্য হলেন। আপনাকে দেখি কে নাগরিকত্ব পাওয়া আটকায়?’

CAA নিয়ে বিজ্ঞপ্তি জারি, মতুয়াদের উচ্ছ্বাসেও নথির চিন্তা

মুখ্যমন্ত্রীর বাজে কথা বলছেন বলেও কটাক্ষ করেন শান্তনু। শান্তনুকে নিশানা করেছেন তৃণমূল প্রভাবিত অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তথা রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। তিনি বলেন, ‘মতুয়া কার্ড থাকলেই নাগরিকত্ব পাওয়া যাবে বলে স্বরাষ্ট্র মন্ত্রক কি কিছু বলেছে? আসলে মতুয়াদের ভাঁওতা দিচ্ছে শান্তনু ঠাকুর। মতুয়া কার্ড করে আসলে নিজের আয় বাড়াচ্ছে।’

বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ দাস বলেন, ‘ধর্মীয় কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র হতে পারে না। বিজ্ঞপ্তিতেও নেই। মতুয়া কার্ড করিয়ে এর আগেও শান্তনু ঠাকুর কোটি কোটি টাকা তুলেছেন। ফের শুরু করেছেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *