অন্যদিকে, কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়েও বিমান বসু বলেন, ‘আমাদের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা হতে পারে। আমাদের কোনও আপত্তি নেই। তবে তাঁদেরকে এগিয়ে আসতে হবে। তবে তাঁরা আগে তাঁদের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা সেরে নিক। তারপর আমাদের সঙ্গে কথা হবে।’
বাংলায় লোকসভা নির্বাচনে এবার লড়তে চলেছে ISF। এর আগে গত বিধানসভা নির্বাচনে লড়েছিল আইএসএফ প্রার্থীরা। এবার লোকসভা নির্বাচনেও লড়তে চাইছে ISF। ডায়মন্ড হারবার কেন্দ্রে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি লড়তে ইচ্ছুক, এমন কথা আগেই জানিয়েছিলেন। জানা গিয়েছে, রাজ্যে লোকসভা নির্বাচনে এবার আটটি কেন্দ্রে ISF প্রার্থী দিতে চায়। সেই কেন্দ্রগুলি হল বসিরহাট, বারাসত, যাদবপুর মথুরাপুর, শ্রীরামপুর, উলুবেড়িয়া, মুর্শিদাবাদ, মালদা দক্ষিণ। বিষয়টি নিয়ে তাঁদের পূর্ববতী জোট শরিক সিপিএমের সঙ্গে আলোচনা করেছেন তাঁরা। এর পাশাপাশি যাদবপুরের প্রার্থী না দিতেও পারেন বলে জানা যাচ্ছে। তবে ডায়মন্ড হারবার নিয়ে পরে সিদ্ধান্ত ঘোষণা হবে।
কিছু দিন আগেই আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে সিপিএমের সঙ্গে আসন নিয়ে আলোচনা করেছে আইএসএফ। সেখানে গোটা রাজ্য থেকে ১৪টি আসন দাবি করেছিল তাঁরা। তাদের চাহিদার আসন কমাতে অনুরোধ করে সিপিএম নেতৃত্ব। বিষয়টি আলোচনার স্তরে ছিল। তবে উত্তর ২৪ পরগনা জেলার বারাসত এবং বসিরহাট কেন্দ্রে তাঁরা অবশ্যই প্রার্থী দিতে চায় বলে জানিয়েছিলেন নওশাদ সিদ্দিকি নিজে। মূলত, সংখ্যালঘু অধ্যুষিত আসনগুলিতেই প্রার্থী দিতে চায় আইএসএফ। সেই সব আসনগুলোর কথাই সিপিএমের সঙ্গে বৈঠকে তুলে ধরা হয়। তবে এই ১৪টি আসনের মধ্যে বেশিরভাগ আসনই ছিল বাম শরিকদের হাতে। এর মধ্যে বেশ কিছু আসন বামেরা ছাড়তে চায় না বলেই জানিয়ে দেয় সিপিএম। সেক্ষেত্রে কিছু আসনে দুই দলের প্রার্থী থাকবে কিনা সে নিয়ে জল্পনা তৈরি হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। এদিন ১৬টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে বামফ্রন্ট। বাকি আসনগুলি নিয়ে বামফ্রন্টের শরিকদের সঙ্গে তৃণমূল এবং বিজেপি বিরোধী দলের সঙ্গে আলোচনা পর্ব চলছে বলে জানা গিয়েছে। তবে রাজ্যের মোট ৪২টি আসনের মধ্যে জোট শরিকদের সঙ্গে আলোচনা করে আপাতত ৮টি আসনেই প্রার্থী দিতে চাইছে আইএসএফ বলে জানা যাচ্ছে। তবে এই আসনগুলিতে কারা প্রার্থী হতে চলেছেন সেই ব্যাপারে কোনও নাম প্রকাশ করা হয়নি। তবে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদ জেলার এই আসনগুলোর জন্য তাঁরা ইতিমধ্যে প্রার্থী ঠিক করে রেখেছেন বলে জানা গিয়েছে।