CPIM Candidate List : জোট নয়, আসন সমঝোতা! ১৬ আসনে প্রার্থী দিয়ে কংগ্রেস-আইএসএফকে ‘বার্তা’ বামেদের – cpim will share seats for lok sabha election with isf and congress


আসন সমঝোতা এখনও আলোচনার স্তরে। কংগ্রেস এবং ISF-কে বাদ দিয়ে বৃহস্পতিবার ১৬টি আসনে প্রার্থী ঘোষণা করে দিল বামফ্রন্ট। আগামী দুই দিন কংগ্রেস, আইএসএফের জন্য অপেক্ষা করা হবে বলেও তাঁরা জানিয়ে দেন।তবে আইএসএফের সঙ্গে বামেদের সঙ্গে জোট কোন পথে? বিষয়টি নিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, ‘আমাদের সঙ্গে কোনওভাবেই আইএসএফের জোট হয়নি। আমরা আগেও বলেছি, আমাদের সঙ্গে আসন সমঝোতা হয়েছে।’ তবে সেই সমঝোতা এখনও আলোচনার স্তরেই, সেটা পরিষ্কার করে দেন বামফ্রন্ট চেয়ারম্যান। এমনকি, ISF ডায়মন্ড হারবার নিয়ে ইচ্ছুক বলে তাঁদের কিছু জানা নেই বলে জানান বিমান বসু। উলটে, যাদবপুর আসনের জন্য তাঁরা ইচ্ছুক ছিলেন বলে জানা গিয়েছে।
অন্যদিকে, কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়েও বিমান বসু বলেন, ‘আমাদের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা হতে পারে। আমাদের কোনও আপত্তি নেই। তবে তাঁদেরকে এগিয়ে আসতে হবে। তবে তাঁরা আগে তাঁদের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা সেরে নিক। তারপর আমাদের সঙ্গে কথা হবে।’

বাংলায় লোকসভা নির্বাচনে এবার লড়তে চলেছে ISF। এর আগে গত বিধানসভা নির্বাচনে লড়েছিল আইএসএফ প্রার্থীরা। এবার লোকসভা নির্বাচনেও লড়তে চাইছে ISF। ডায়মন্ড হারবার কেন্দ্রে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি লড়তে ইচ্ছুক, এমন কথা আগেই জানিয়েছিলেন। জানা গিয়েছে, রাজ্যে লোকসভা নির্বাচনে এবার আটটি কেন্দ্রে ISF প্রার্থী দিতে চায়। সেই কেন্দ্রগুলি হল বসিরহাট, বারাসত, যাদবপুর মথুরাপুর, শ্রীরামপুর, উলুবেড়িয়া, মুর্শিদাবাদ, মালদা দক্ষিণ। বিষয়টি নিয়ে তাঁদের পূর্ববতী জোট শরিক সিপিএমের সঙ্গে আলোচনা করেছেন তাঁরা। এর পাশাপাশি যাদবপুরের প্রার্থী না দিতেও পারেন বলে জানা যাচ্ছে। তবে ডায়মন্ড হারবার নিয়ে পরে সিদ্ধান্ত ঘোষণা হবে।

কিছু দিন আগেই আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে সিপিএমের সঙ্গে আসন নিয়ে আলোচনা করেছে আইএসএফ। সেখানে গোটা রাজ্য থেকে ১৪টি আসন দাবি করেছিল তাঁরা। তাদের চাহিদার আসন কমাতে অনুরোধ করে সিপিএম নেতৃত্ব। বিষয়টি আলোচনার স্তরে ছিল। তবে উত্তর ২৪ পরগনা জেলার বারাসত এবং বসিরহাট কেন্দ্রে তাঁরা অবশ্যই প্রার্থী দিতে চায় বলে জানিয়েছিলেন নওশাদ সিদ্দিকি নিজে। মূলত, সংখ্যালঘু অধ্যুষিত আসনগুলিতেই প্রার্থী দিতে চায় আইএসএফ। সেই সব আসনগুলোর কথাই সিপিএমের সঙ্গে বৈঠকে তুলে ধরা হয়। তবে এই ১৪টি আসনের মধ্যে বেশিরভাগ আসনই ছিল বাম শরিকদের হাতে। এর মধ্যে বেশ কিছু আসন বামেরা ছাড়তে চায় না বলেই জানিয়ে দেয় সিপিএম। সেক্ষেত্রে কিছু আসনে দুই দলের প্রার্থী থাকবে কিনা সে নিয়ে জল্পনা তৈরি হয়।

Left Front First Candidate List: বামেদের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ, কোন কেন্দ্রে কে লড়ছেন?
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। এদিন ১৬টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে বামফ্রন্ট। বাকি আসনগুলি নিয়ে বামফ্রন্টের শরিকদের সঙ্গে তৃণমূল এবং বিজেপি বিরোধী দলের সঙ্গে আলোচনা পর্ব চলছে বলে জানা গিয়েছে। তবে রাজ্যের মোট ৪২টি আসনের মধ্যে জোট শরিকদের সঙ্গে আলোচনা করে আপাতত ৮টি আসনেই প্রার্থী দিতে চাইছে আইএসএফ বলে জানা যাচ্ছে। তবে এই আসনগুলিতে কারা প্রার্থী হতে চলেছেন সেই ব্যাপারে কোনও নাম প্রকাশ করা হয়নি। তবে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদ জেলার এই আসনগুলোর জন্য তাঁরা ইতিমধ্যে প্রার্থী ঠিক করে রেখেছেন বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *