Dev Latest News : মাটিতে বসে শুনলেন মানুষের কথা, ঘাটালে প্রচার শুরু দেবের – ghatal tmc candidate dev started his election campaign


ঘাটালের দাসপুরে একটি ধূপের কারখানায় মঙ্গলবার রাতে আগুন লাগে। পুরোপুরি ভষ্মীভূত হয়ে যায় কারখানাটি। প্রায় ২০০ জনের বেশি কর্মী দিশাহীন হয়ে পড়েন রাতারাতি। এরপরেই তাঁদের সাহায্য করার কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ঘাটালে গিয়ে সেই কারখানাতে যান তৃণমূলের লোকসভার প্রার্থী দেব। এদিন কারখানায় শ্রমিকদের অভিযোগের কথা শোনেন তিনি। মাটিতে বসেই শুনলেন যাবতীয় অভিযোগের কথা।এদিন দেবকে দেখেই কর্মহারা শ্রমিকরা সেখানে একত্রিত হন। তাঁরা সাংসদকে নিজেদের সমস্যার কথা জানান। কারখানার উলটোদিকের মাঠে বসে তাঁদের সমস্ত কথা শোনেন দেব।

তিনি বলেন, ‘কারখানার কর্মীদের প্রতিনিধিরা একটি তালিকা করে দিন। SDO-র কাছে সেই তালিকা জমা দিন। সরকার আপনাদের সাহায্য করবে। এই কারখানা চালু করা নিয়ে কোনও অনুমতি সংক্রান্ত সমস্ত সাহায্য করা হবে।’

এই দেব বলেন, ‘আমি আপনাদেরই ভাই। রাজনীতি করতে আসিনি।’ দেবকে দেখে স্বাভাবিকভাবেই উৎসাহ দেখা যায় তাঁর ভক্তদের মধ্যে। এদিন তিনি বলেন, ‘চিৎকার করলে সমস্যা হবে। একে একে সকলেই সবার সমস্যার কথা বলুন।’

উল্লেখ্য, কিছুদিন আগেই দেব তিনটি সরকারি কমিটি থেকে ইস্তফা দিয়েছিলেন। এরপরেই তাঁর রাজনৈতিক সন্ন্যাসের জল্পনা সামনে আসে। যদিও সেই যাবতীয় জল্পনাতে জল ঢেলে দিয়েছিলেন তিনি নিজেই।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন দেব। এরপর তিনি বলেন, ‘আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমাকে ছাড়বে না। এরপরেই স্পষ্ট হয়ে যায় তিনি রাজনীতি ছাড়ছেন না। ১০ মার্চ প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। সেখানেই ঘাটালে তৃতীয়বারের মতো দল ভরসা রেখেছে দেবের উপর। অন্যদিকে, সংশ্লিষ্ট কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছেন হিরণ্ময় চট্টোপাধ্যায়কে।

Dev Assets : গ্যারেজে মার্সিডিজ-বিএমডব্লিউ, বছরে আয় কোটি টাকার বেশি! কতটা ধনী ঘাটালের তৃণমূল প্রার্থী দেব?

প্রার্থী তালিকা ঘোষণার পর বৃহস্পতিবার প্রথম ঘাটালে যান দেব। সূত্রের খবর, দেব নাকি ফোন করেছিলেন ঘাটালের প্রাক্তন তৃণমূল বিধায়ক শংকর দলুইকে। দেব এবং শংকর সম্পর্কের রসায়ন কারও অজানা নয়। এদিন শংকর দলুই বলেন, ‘দেব দলের প্রার্থী। তাঁকে জেতানোর জন্য আমার তরফে ১০০ শতাংশ সাহায্য পাবেন।’ উল্লেখ্য, সম্প্রতি তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শংকর দলুইকে। তাঁর পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে দিলীপ মাঝিকে।

তিনি স্পষ্ট দাবি করেন, সেখানে তৃণমূলের নিজেদের মধ্যে কোনও সমস্যা নেই। সকলে এক হয়ে লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *