Election Commission Of India : ‘ভোট আমি কেন দেব?’ মহিলা নাগরিকদের সচেতনতায় বিশেষ শিবির শহরে – election commission of india organised an awareness campaign to encourage women voters


সুষ্ঠু ও সুরক্ষিত নির্বাচনী প্রক্রিয়া চালানোর ব্যাপারে কড়া নির্দেশ রয়েছে নির্বাচন কমিশনের। কয়েক সপ্তাহ আগেই রাজ্যের সমস্ত জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে নির্দিষ্ট রূপরেখা তৈরি করে দিয়েছে নির্বাচন কমিশন। এবার, নির্বাচনের প্রয়োজনীয়তা মানুষের কাছে তুলে ধরার জন্য বিশেষ শিবিরের আয়োজন শহরে।নির্বাচন কমিশনের তরফে সিস্টেমেটিক ভোটার এডুকেশন এবং ইলেক্টোরাল পার্টিসিপেশন (SVEEP) কর্মসূচির আয়োজন করা হল শহরে। বিশেষত, মহিলা ভোটারদের সচেতন করতে এই শিবিরের আয়োজন করা হয়। ‘ভোট আমি কেন দেব?’ শীর্ষক একটি কর্মসূচির মাধ্যমে মহিলাদের ভোট দানের ব্যাপারে সচেতন করা হয়।

ইভিএম কী করে কাজ করে, ইভিএমে মাধ্যমে ভোট দানের পদ্ধতি কী? বিস্তারিত শেখানো হয় এই শিবিরের মাধ্যমে। এই শিবিরে প্রায় ৫৩ জন মতো প্রথমবারের ভোটার উপস্থিত ছিলেন। তাঁরা এই শিবিরে যোগদান করার জন্য উৎসাহী ছিলেন। মহিলা ভোটারদের নানা সাংস্কৃতিক ইভেন্টের মাধ্যমেও ভোটদানের উপকারিতা বোঝানো হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারী নাগরিক

কর্মসূচিতে অংশগ্রহণকারী নাগরিক

দেশের নির্বাচন কমিশন সম্প্রতি প্রথম ভোটারদের উৎসাহিত করার জন্য বিশেষ কর্মসূচি। শুরু করেছে।’মেরা পহেলা ভোট দেশ কে লিয়ে’ অর্থাৎ ‘দেশের জন্য আমার প্রথম ভোট’ কর্মসূচির নাম দেওয়া হয়েছে। সচেতন তরুণ প্রজন্মকে সর্বজনীন নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণের লক্ষ্যে এই অভিযান চালানো হয়েছে। সামনেই ১৮তম লোকসভা নির্বাচন।

Lok Sabha Election 2024 : বুথে অশান্তি? এক ক্লিকেই মুশকিল আসান করবে নির্বাচন কমিশন

তার আগে এই কর্মসূচি যুব সম্প্রদায়কে, মূলত প্রথমবার যাঁরা ভোট দেবেন তাঁদের বৃহত্তম গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে, উন্নততর দেশ তৈরির লক্ষ্যে অবদানে আগ্রহী করার প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন।

Election Commission Of India : নির্বাচনে অশান্তি দেখলেই ঘরে বসে জানান অভিযোগ, কমিশনের cVIGIL App কী ভাবে কাজ করে? জানুন
SVEEP হল ভারতের নির্বাচন কমিশনের ভোটার শিক্ষা, ভোটারদের সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং ভারতে ভোটার সাক্ষরতা প্রচারের জন্য একটি প্রোগ্রাম। SVEEP-এর প্রাথমিক লক্ষ্য হল ভারতে গণতান্ত্রিক চিন্তাধারা মাধ্যমে সমস্ত যোগ্য নাগরিকদের ভোট দিতে এবং নির্বাচনের সময় সিদ্ধান্ত নিতে উৎসাহিত করা। প্রোগ্রামটি সব রাজ্যের আর্থ-সামাজিক, সাংস্কৃতিক এবং জনসংখ্যার প্রোফাইলের পাশাপাশি নির্বাচনের পূর্ববর্তী সময়ে নির্বাচনী অংশগ্রহণের ইতিহাস এবং তার উপর শিক্ষা প্রদানের ভিত্তিতে তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে ৩১ রাজ্যের ৬১৩টি জেলায় ৩৪৬৪টি বিধানসভা কেন্দ্রে ভোটদান সম্পর্কে বিভিন্ন সচেতনতা মূলক কর্মসূচির আয়োজন করছে নির্বাচন কমিশন। একাধিক শিবিরে ইভিএম এবং ভিভিপ্যাট সম্পর্কিত নানা শিক্ষাদান কর্মসূচিও নেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *