Khalisani Mahavidyalaya : কলেজে ক্যাম্পাসিংয়ের মাধ্যমে চাকরি, খুশি পড়ুয়ারা – chandannagar khalisani college student getting job through campusing


এই সময়, চুঁচুড়া: ওঁরা সবে স্নাতক করেছেন। কিন্তু ৩২ জন পড়ুয়া ইতিমধ্যে চাকরিও পেয়ে গিয়েছেন। সৌজন্যে কলেজ।প্রতিযোগিতামূলক পড়াশোনা ও কাজের বাজারে পড়ুয়াদের কর্মসংস্থান নিশ্চিত করে বেসরকারি কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু সেই সমস্ত কলেজকে টক্কর দিল চন্দননগর খলিসানি মহাবিদ্যালয়।তাঁরা পড়ুয়াদের জন্য কলেজে ক্যাম্পাসিংয়ের ব্যবস্থা করেন। সেখান থেকে পড়ুয়ারা চাকরি পান। বুধবার কলেজে এসে চাকরিপ্রাপ্ত ছাত্রছাত্রীরা কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করে উচ্ছ্বাস প্রকাশ করেন। এমন ঘটনা খুব একটা ঘটে না। তবে কলেজ কর্তৃপক্ষ যে এ ভাবে পড়ুয়াদের কথা ভেবেছেন তা নিয়ে আপ্লুত পড়ুয়া ও অভিভাবকেরা।

কলেজ সূত্রে জানা গিয়েছে, গত ১০ মার্চ আন্তর্জাতিক নামজাদা একটি প্রযুক্তি সংস্থা ক্যাম্পাসিং করেছিল। সেখানেই যোগদান করেছিল চলতি বছর ও গত বছর স্নাতক হওয়া কলা, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের কয়েকশো পড়ুয়া। একদিনের সেই ক্যাম্পাসিংয়ে মোট ৩২ জন ছাত্র-ছাত্রীর চাকরি হয়েছে।

কলেজের অধ্যক্ষ অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সাধারণ ডিগ্রি কলেজে ক্যাম্পাসিংয়ের মাধ্যমে চাকরির নজির সে ভাবে নেই বললেই চলে। আমরা কলেজের প্রতি পড়ুয়াদের আকৃষ্ট করার কথা ভাবছিলাম। সেই থেকেই রাজ্য সরকারের প্রকল্প ‘উৎকর্ষ বাংলা’র সঙ্গে যোগাযোগ করতেই ওঁরা ওই কোম্পানিকে বিষয়টি জানান। এরপর গত ১০ মার্চ সেই ক্যাম্পাসিংয়ের ব্যবস্থা করা হয়।’ আগামী দিনে আরও ক্যাম্পাসিংয়ের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।

Jadavpur University: ‘ইউটিআই ফ্রি’ ক্যাম্পাস চাই, টয়লেট-আন্দোলন যাদবপুরে

এ দিন কলেজে এসেছিলেন কলা বিভাগ থেকে স্নাতক হওয়া সুদীপ্ত রায়। তিনি বলেন, ‘চাকরিতে যোগ দিয়েছি। ইঞ্জিনিয়ারিং কলেজে ক্যাম্পাসিং হয় বলে জানতাম। কিন্তু কলেজ কর্তৃপক্ষ যে ভাবে আমাদের কথা বিবেচনা করে ক্যাম্পাসিং করিয়েছে তাতে আমরা আপ্লুত।’

সঙ্গীতা কর্মকার নামে এক ছাত্রীর কথায়, ‘আমরা সাধারণ ডিগ্রি কলেজ থেকে স্নাতক হওয়ার পরেই ক্যাম্পাসিংয়ের মাধ্যমে চাকরি পাই। কলেজ ও শিক্ষক-শিক্ষিকাদের অবদান অনস্বীকার্য।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *