Left Candidate List : দীপ্সিতা-সায়ন-সৃজন, প্রার্থী তালিকায় প্রায় ৯০ শতাংশই নতুন মুখ! কোন অঙ্কে বাজিমাতের চেষ্টা বামেদের? – left candidate list 2024 out of 16 candidates 14 are new in lok sabha election


সৈনিকদের অধিকাংশই নতুন, রণক্ষেত্র প্রস্তুত! লোকসভা ভোটে ‘ডেবিউটার্ন’-দের উপর ভরসা লাল ব্রিগেডের। বৃহস্পতিবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু লোকসভা নির্বাচনে ১৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। তাঁদের মধ্যে সুজন চক্রবর্তী এবং বিপ্লব ভট্ট ছাড়া বাকি ১৪ জন অতীতে লোকসভা নির্বাচনে লড়াই করেননি। অর্থাৎ ২০২৪-এ লোকসভায় ডেবিউ তাঁদের। আর বাম প্রার্থী তালিকার এই USP নিয়েই শুরু হয়েছে জোর চর্চা।শুধু তাই নয়, এই তালিকায় তরুণ মুখদের ছড়াছড়ি। শ্রীরামপুর থেকে প্রার্থী দীপ্সিতা ধর , তমলুকের প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়, যাদবপুরের প্রার্থী সৃজন ভট্টাচার্য, কলকাতা দক্ষিণের প্রার্থী সায়রা শাহ হালিম। দীপ্সিতা, সৃজন, সায়ন-প্রত্যেকেই ‘সোশ্যালি জনপ্রিয়’। একই সঙ্গে মাটির কাছাকাছি গিয়ে কাজ করার জন্য সুখ্যাতিও রয়েছে বলে মতামত ওয়াকিবহাল মহলের। সেই জায়গায় দাঁড়িয়ে এই তরুণ মুখদের এগিয়ে দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিকে বামেরা আংশিক প্রার্থী ঘোষণা করায় প্রশ্ন উঠছে জোটের ভবিষ্যৎ নিয়ে। কংগ্রেস এবং ISF-এর সঙ্গে কি জোট সম্ভাবনা আদৌ রয়েছে? এই প্রসঙ্গে বিমান বসু বলেন, ‘জোট কোনও দিন ছিল না। বোঝাপড়া হয়, আসন সমঝোতা হয়। সব সময় আমরা আসন সমঝোতাই করি। নতুন কোনও ফ্রন্ট গঠন হয় না।’ সেক্ষেত্রে আদতে ‘আসন সমঝোতা’ কি আদৌ হবে? তা নিয়ে উঠছে প্রশ্ন। এর আগে ISF আলোচনায় বসেছিল বামেদের সঙ্গে। সেই সময় তারা ১৪টি আসন দাবি করেছিল বলে সূত্রের খবর।

নওশাদ সিদ্দিকি অবশ্য জানিয়েছিলেন জোটের জন্য সমঝোতায় রাজি। ডায়মন্ড হারবার থেকে যে তিনি নিজে দাঁড়াতে চান, সেই বিষয়টিও জানিয়েছেন বলে দাবি করেন এই ISF নেতা। উল্লেখযোগ্যভাবে, বামেদের প্রার্থী তালিকায় ডায়মন্ড হারবারের উল্লেখ ছিল না।

নওশাদ সিদ্দিকি প্রসঙ্গ উঠতে অবশ্য এড়িয়ে গিয়েছেন বিমান বসু। ডায়মন্ড হারবারে নওশাদ দাঁড়াবে কিনা তা তাঁর দল বদলতে পারবে বলে জানান প্রবীণ এই নেতা। তাৎপর্যপূর্ণভাবে বহরমপুর কেন্দ্রটিও খালি রাখা হয়েছে।

Left Front First Candidate List: বামেদের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ, কোন কেন্দ্রে কে লড়ছেন?

সেক্ষেত্রে কি আসন সমঝোতার জায়গা খোলা থাকছে? এই নিয়ে ধোঁয়াশা কাটছেই না। উল্লেখ্য, ইতিমধ্যেই পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। আংশিক তালিকা প্রকাশ করেছে বিজেপিও। কংগ্রেস, বাম এবং ISF কি শেষ পর্যন্ত আসন সমঝোতা করবে? এই সেই দিকে তাকিয়ে সব মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *