জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চব্বিশের লোকসভা নির্বাচনে প্রকাশিত বামেদের প্রথম দফার প্রার্থী তালিকা। ২০ নয় প্রথম দফায় ১৬টি আসনে প্রার্থী ঘোষণা করল বামেরা। সুজন চক্রবর্তী ও বিপ্লব ভট্ট-কে বাদ দিলে লোকসভার প্রার্থী তালিকায় বাকি সব মুখই নতুন। দমদমে সুজন, যাদবপুরে সৃজন। কলকাতা তমলুকে বামেদের বাজি সায়ন বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারে এখনই প্রার্থী ঘোষণা করেনি। আন্দাজ কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার দরজা খোলা রাখল বামেরা।
আরও পড়ুন, ISF Candidate List Loksabha Election 2024: নেই চ্যালেঞ্জের ডায়মন্ড হারবার, ৮ আসনে লড়ছে ISF!
এই ১৬ জন প্রার্থীর মধ্যে রয়েছেন তিন জন মহিলা, যুব নেতারা। প্রার্থীদের নাম ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তালিকা একনজরে-
কোচবিহার থেকে লড়ছেন নিতীশ চন্দ্র রায় (ফব)
জলপাইগুড়ি থেকে লড়ছেন দেবরাজ বর্মন (সিপিআইএম)
বালুরঘাট থেকে লড়ছেম জয়দেব সিদ্ধান্ত (আরএসপি)
কৃষ্ণনগর থেকে লড়ছেন এসএম শাদি (সিপিআইএম)
যাদবপুর থেকে লড়ছেন সৃজন ভট্টাচার্য (সিপিআইএম)
দমদম থেকে লড়বেন সুজন চক্রবর্তী (সিপিআইএম)
শ্রীরামপুর- থেকে লড়ছেন দীপ্সিতা ধর (সিপিআইএম)
দক্ষিণ কলকাতা লড়ছেন সায়রা শাহ হালিম (সিপিআইএম)
হাওড়া থেকে লড়ছেন সব্যসাচী চট্টোপাধ্যায় (সিপিআইএম)
হুগলি থেকে লড়ছেন মনোদীপ ঘোষ (সিপিআইএম)
তমলুক থেকে লড়ছেন সায়ন বন্দ্যোপাধ্যায় (সিপিআইএম)
মেদিনীপুরে লড়বেন বিপ্লব ভট্ট (সিপিআইএম)
বাঁকুড়ায় লড়বেন নীলাঞ্জন দাশগুপ্ত (সিপিআইএম)
বিষ্ণুপুর লড়বেন শীতল কৈব্যর্ত (সিপিআইএম)
বর্ধমান পূর্ব থেকে লড়ছেন নীরজ খান (সিপিআইএম)
আসানসোল থেকে লড়ছেন জাহানারা খান (সিপিআইএম)
প্রসঙ্গত, ২রা মার্চ বিজেপির তরফে দেশজুড়ে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল। এতে নাম ছিল বাংলার ২০টি আসনের প্রার্থীদের। ১০ মার্চ ব্রিগেডের ‘জনগর্জন সভা’র মঞ্চ থেকে রাজ্যের ৪২টি লোকসভা আসনেই প্রার্থীদের নাম জানিয়েছে তৃণমূল। সাংবাদিক বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, কংগ্রেস যদি আসন সমঝোতা চায় তাদের এগিয়ে আসতে হবে। ডায়মন্ড হারবারে এখনই কোনও প্রার্থী দেয়নি বামেরা। যদিও ওই আসন থেকে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন নওশাদ সিদ্দিকী। তবে সূত্রের খবর, আসন্ন নির্বাচনে আইএসএফ-এর সঙ্গে বামেদের সমঝোতার সম্ভাবনা ক্ষীণ।
আরও পড়ুন, Arjun Singh: বিজেপিতেই যাচ্ছেন অর্জুন, সঙ্গে আরও এক ‘বড়’ নেতাও!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)