Mamata Banerjee Accident : ধনখড় থেকে অধীর, মমতার আরোগ্য কামনায় দেশবাসী, মুহূর্তে থিকথিকে ভিড় এস‌এসকেএমে – mamata banerjee cm admitted in sskm due to her wound and supporters are gathering in front of hospital


বাড়িতে চোট পেয়ে আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসা চলছে তাঁর। কপালে আঘাত পেয়ে রক্তপাত ঘটে মুখ্যমন্ত্রীর। পরিবার সূত্রে খবর, জ্ঞান রয়েছে মুখ্যমন্ত্রীর। স্থিতিশীল রয়েছেন তিনি। তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণ করছেন চিকিৎসকেরা। মুখ্যমন্ত্রীর মাথায় সেলাই পড়েছে বলে সূত্রের খবর। ব্যান্ডেজ করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায়। তাঁকে উডবার্ন ওয়ার্ড থেকে বের করে বাঙুড়ের নিউরো বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর সিটি স্ক্যান করা হয় বলে খবর। মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসার জন্য ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে বলে জানা যাচ্ছে।জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। হাসপাতালে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়, মালা রায়, রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মতো দলীয় নেতৃত্ব। অভিনেতা তথা সাংসদ দেবও মুখ্যমন্ত্রীর চোটের খবর পেয়ে সমস্ত কর্মসূচি বাতিল করে কলকাতার পথে রওনা দিয়েছেন। তিনি জানান, আজই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করবেন। একইসঙ্গে এই সময় হাসপাতালের কাছে বেশি ভিড় না করার পরামর্শও দিলেন দেব। মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।


এদিকে একইসঙ্গে মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এসএসকেএম-এর সামনে বাড়তে শুরু করেছে কর্মী সমর্থকদের ভিড়ও। প্রত্যকের মধ্যেই দেখা যাচ্ছে উদ্বেগ, উৎকণ্ঠা। কেমন আছেন মুখ্যমন্ত্রী, সেইটাই জানতে চাইছেন সবাই। প্রত্যেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থের খবর নেওয়ার পাশাপাশি তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অন্যান্য দলের নেতানেত্রীরাও। ইতিমধ্যেই দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন বলে জানিয়েছেন তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায়। পাশাপাশি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন ডিএমকে নেতা এম কে স্ট্যালিন। খোঁজ নিয়েছেন অধীর চৌধুরী।

Mamata Banerjee: গুরুতর আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভর্তি SSKM-এ, হচ্ছে সিটি স্ক্যান

এদিকে ইতিমধ্যেই নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে গোটা হাসপাতাল চত্বর। বাড়তি ভিড়ের কারণে যাতে কোনওরকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেই দিকে নজর রাখছে পুলিশ প্রশাসন। এদিন বিকেলেই বালিগঞ্জে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বক্তব্যও রাখেন তিনি। স্মৃতিচারণা করেন তাঁর একসময়ের রাজনৈতিক সহকর্মী সুব্রত মুখোপাধ্যায়ের বিষয়ে। তারপরেই রাতের দিকে তাঁর আহত হওয়ার খবর পাওয়া যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *