গুরুতর আহত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে তড়িঘড়ি SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
- পেছন থেকে ধাক্কা লেগে পড়ে যান মমতা: SSKM হাসপাতাল সুপার
কপালে চোট পেয়েছেন তিনি। তাঁকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়া হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় চারটি সেলাই পড়েছে। SSKM থেকে চিকিৎক দল এসে তাঁর বাড়িতে দেখে যাবেন বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন বহু মানুষ। জানা গিয়েছে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।এদিন SSKM হাসপাতালের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, তাঁর নাকে একটি এবং কপালে তিনটি সেলাই পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসকরা হাসপাতালে থাকার পরামর্শ দিলেও তিনি বাড়ি যেতে চেয়েছিলেন। এরপরই তাঁকে বাড়ি নিয়ে যাওয়া হয়।