এখন কেমন আছেন মমতা বন্দ্যোপাধ্যায়?
চিকিৎসকরা জানান, তাঁর কপালে আঘাত লেগেছে। ড্রেসিং করা হয়েছে। এরপর সিটি স্ক্যান করা হয় তাঁর। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ড। সিটি স্ক্যানের পাশাপাশি MRI করতেও বলা হয়েছে বলে সূত্রের খবর। আপাতত মুখ্যমন্ত্রীর অবস্থা খানিক স্থিতিশীল।
তৃণমূলের টুইটার হ্যান্ডেল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তাক্ত কিছু ছবি শেয়ার করা হয়। যেখানে দেখা যায় তাঁর কপালের মাঝের অংশে আঘাত লেগেছেয নাকের পাশ দিয়ে রক্ত গড়িয়েছে। তাঁর কপালে গভীর ক্ষত তৈরি হয়েছে বলে সূত্রের খবর। একাধিক পরীক্ষা করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে করেই SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাত ৯টা নাগাদ তাঁকে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়।
ঠিক কী ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন মুখ্যমন্ত্রী তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। জানা যাচ্ছে, হাঁটতে গিয়ে পড়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি। যদিও এই প্রসঙ্গে এখনও নির্দিষ্ট কোনও তথ্য সামনে আসেনি। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে এদিন দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই খবর সামনে আসার পর থেকেই উদ্বেগ তাঁর অনুগামী এবং রাজ্যবাসীর মধ্যে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁরা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এছাড়াও বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীও মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করে পোস্ট শেয়ার করেছেন ফেসবুকে। এছাড়াও শশী থারুরও মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনা করেছেন। দেশজুড়ে বিভিন্ন জায়গায় চলছে প্রার্থনা, আরাধনা। মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত সুস্থ হয়ে উঠুন, চাইছেন তাঁর সমস্ত অনুগামী তথা রাজ্যবাসী।