Potato Price : হিমঘরে আলু ঢুকতেই বন্ডের দাম আকাশছোঁয়া – as potatoes enter the freezer bond price hike in burdwan district


এই সময়, কালনা: সরকারি ভাবে পয়লা মার্চ থেকে খুলে যায় হিমঘর। শুরু হয়ে যায় হিমঘরে আলু ঢোকাও। এবারও তা খোলার পর পেরিয়ে গিয়েছে ১৩ দিন। হিমঘরে এখনও সেভাবে ঢোকেনি আলু। যেখানে কিছু হিমঘরে অন্যবার এই সময়ে ৬০ হাজার বস্তার মতো আলু ঢুকে যায়, সেখানে এবার ১০-১২ হাজার বস্তার মতো আলু ঢুকেছে।একইসঙ্গে এবার প্রথম থেকেই চড়া আলুর বন্ডের দর। গত সোমবার জ্যোতি আলুর বন্ডের দর ছিল ৭৫০ টাকার আশপাশে। চন্দ্রমুখীর বন্ডের দর ছিল ৮৮০ টাকার মতো। তবে জমি থেকে আলু তোলার কাজ এখনও বাকি। তবে যেটুকু আলু উঠেছে তাতে ফলন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। এক অংশের চাষিরা জানাচ্ছেন, বিঘে প্রতি ফলনের মাত্রা এবার বেশ কম। আবার আলু ব্যবসায়ীদের একাংশের বক্তব্য, সর্বত্র যে ফলন কম হয়েছে তা নয়।

শুধু তাই নয়, ফলন কম হয়েছে বলে মনে করে শুরুতেই আলুর বন্ডের চড়া দর পরে চাষিদের বিপদে ফেলতে পারে বলে আশঙ্কা করছে অভিজ্ঞ মহল। শুধু চাষিরা নন, চাকুরিজীবী কিছু মানুষ যাঁরা গত দু’বছর হিমঘরে আলু রাখেননি, তাঁরাও এবার আলুর বন্ডের চড়া দাম দেখে লগ্নি করেছেন। সেই কারণেই আলুর বন্ডের দাম চড়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

রাজ্যের অন্যতম আলু উৎপাদক জেলা পূর্ব বর্ধমান। জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, এবার জেলায় ৬৩ হাজার ৫০০ হেক্টর জমিতে আলুচাষ হয়েছে, যা গতবারের থেকে সাড়ে তিন হাজার হেক্টর মতো কম। জেলায় এখনও ৫০ শতাংশের মতো আলু তোলা হয়েছে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে।

Potato Cultivation : আলু দেখতে পুতুলের মতো! কিনছেন না ব্যবসায়ীরা, মাথায় হাত হুগলির চাষিদের

কালনার রানিবন্ধের আলুচাষি সুমন মণ্ডল বলেন, ‘১৫ বিঘা জমিতে চাষ করেছিলাম। সোমবার মাঠে বস্তা (৫০ কেজি) পিছু ৭০০ টাকা দর পেলেও ফলন বেশ কম। অন্যবার যেখানে বিঘেতে একশো বস্তার মতো আলু মেলে এবার সেখানে মিলেছে ৫০-৬০ বস্তার মতো। চাষের শুরুতেই প্রাকৃতিক দুর্যোগের কারণে ফের আলু বসাতে হওয়ায় খরচ বেড়েছে। বিঘে প্রতি ১০ হাজার টাকার মতো ক্ষতির মুখে পড়েছি।’

একই কথা বলেন বাঘনাপাড়ার আলুচাষি বাপি মণ্ডল, আসরাফুল শেখরাও। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সভাপতি বিভাস দে বলেন, ‘আলুচাষের শুরুতে প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছিল চাষ। তবে চাষ যেটুকু অক্ষত ছিল তার ফলন ভালো হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *