Trinamool Congress : আজ উত্তরবঙ্গে অভিষেক, ‘অধিকার যাত্রা’তেও বাংলার বঞ্চনার কথা বলবেন প্রার্থীরা – trinamool congress started special public relations program from wednesday before lok sabha elections


এই সময়: লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে বুধবার থেকে বিশেষ জনসংযোগ কর্মসূচি শুরু করল তৃণমূল। রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের এই বিশেষ জনসংযোগ কর্মসূচিতে অগ্রণী ভূমিকায় থাকতে বলা হয়েছে। প্রতিটি লোকসভা কেন্দ্রে আগামী দশ দিন ধরে এই কর্মসূচি চলবে, যার পোশাকি নাম দেওয়া হয়েছে ‘অধিকার যাত্রা’।এই যাত্রার প্রথম দিনে বুধবার তমলুক, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা অংশগ্রহণ করেছেন। এই কর্মসূচিকে একাধিক পর্যায়ে ভাগ করে দিয়েছেন জোড়াফুলের সর্বোচ্চ নেতৃত্ব। প্রত্যেক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। একটি কর্মী সম্মেলন তাঁদের করতে হবে।

সেই কর্মী সম্মেলনে মূলত বুথ স্তরের নেতৃত্ব থাকবেন। ওই লোকসভা কেন্দ্রের যে সব বাসিন্দা একশো দিনের কাজ করে টাকা পাননি কিংবা আবাস যোজনার জন্য আবেদন করেও বাড়ি পাননি, তাঁদের সঙ্গে সাক্ষাৎ করবেন তৃণমূল প্রার্থীরা। এছাড়া মিছিল, জনসভা, বাড়ি বাড়ি প্রচারও করতে হবে তৃণমূল প্রার্থীদের। দলের তরফে নির্দেশ, এই প্রচার কর্মসূচিতে প্রার্থীদের বোঝাতে হবে, কেন্দ্র আর্থিক বঞ্চনা করা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব রাজ্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে চলেছে।

এছাড়া স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গেও তৃণমূল প্রার্থীদের কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এ দিন তৃণমূল ভবনে বলেন, ‘একশো দিনের কাজের টাকা কিন্তু এখনও রাজ্য সরকার পায়নি। আবাস যোজনার বাড়ির তালিকাও কেন্দ্র অনুমোদন করেনি। রাজ্যে বকেয়া প্রাপ্য টাকা কিন্তু এখনও আসেনি। কেন্দ্রের এই বঞ্চনার কথা আমাদের ৪২ জন প্রার্থী বলবেন।’

ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভায় একশো দিনের কাজের টাকা না পাওয়া মানুষ অথবা আবাস যোজনায় বঞ্চিতদের সামিল করা হয়েছিল। তারপরেও লোকসভা নির্বাচনের প্রার্থীরা কেন আবার এঁদের কাছে যাবেন? শশীর জবাব, ‘ব্রিগেডে অনেকে এসেছেন। কিন্তু সবাই তো আসতে পারেননি। তাই আমাদের সমস্ত প্রার্থী তাঁদের কাছে যাবেন। কেন্দ্র বঞ্চনা করলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জব-কার্ড হোল্ডারদের কাজের ব্যবস্থা করেছেন। তাঁদের বকেয়া মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন—এই কথাও আমাদের প্রার্থীরা বলবেন।’

Trinamool Congress : ভোটের আগে ‘তফসিলি সংলাপ’ কর্মসূচি তৃণমূলের

নজরুল মঞ্চে এসসি-এসটি সেলের নেতৃত্বের সঙ্গে বৈঠকে করে রাজ্যের তফসিলি জাতি ও উপজাতি জনতার মধ্যে বিশেষ প্রচার কর্মসূচির ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার নাম ‘তফসিলি সংলাপ’। ‘অধিকার যাত্রা’র পাশাপাশি এই কর্মসূচিও চলবে। এই অধিকার যাত্রার মধ্যে আজ, বৃহস্পতিবার উত্তরবঙ্গ থেকে নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ির ময়নাগুড়িতে সভা করার কথা রয়েছে তাঁর। এই নির্বাচনী প্রচার সভারও নাম দেওয়া হয়েছে ‘জনগর্জন সভা’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *