Vidyasagar Setu,শনির দুপুরে বিদ্যাসাগর সেতুতে বন্ধ যান চলাচল, সপ্তাহান্তে ব্যাপক ভোগান্তির আশঙ্কা – vidyasagar setu traffic movement will be stopped on 16 march noon from 1 pm to 3 pm


শহর কলকাতা ও হাওড়ার যোগাযোগের অন্যতম মাধ্যম বিদ্যাসাগর সেতু। সাধারণ মানুষের পাশাপাশি রাজ্যের ভিভিআইপি-রাও এই রাস্তা দিয়ে যাতায়াত করেন প্রতিদিন। ফলে কলকাতা ও হাওড়াবাসীর কাছে এই রাস্তায় গুরুত্ব অপরিসীম। এবার সেই সেই সেতুই বন্ধ হতে চলেছে নির্দিষ্ট কিছু সময়ের জন্য। আর সেই সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকাকর বিষয়টি ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েও দেওয়া হয়েছে।এই বিষয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গয়ালের পক্ষে থেকে দেওয়া একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেরামতির কাজের জন্য আগামী ১৬ মার্চ শনিবার দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে বন্ধ থাকবে সমস্ত রকমের যান চলাচল। আর এর ফলে সেই সময় যানবাহনগুলিতে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে বলেও জানান হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। ডায়ভারশনের বিস্তারিত তথ্যও দিয়েছে কলকাতা পুলিশ।

বিজ্ঞপ্তি অনুসারে জিরুট আইল্যান্ড থেকে এজেসি বোস রোডের দিক থেকে বিদ্যাসাগর সেতুর পথে আসা গাড়িগুলিকে টার্ফ ভিউ থেকে ঘুরিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে করে দেওয়া হবে। এরপর সেই গাড়িগুলি সেন্ট জর্জেস গেট রোড – স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের পথে এগিয়ে যাবে। এছাড়া হেস্টিং ক্রসিং থেকে কে পি রোডের জন্য ডানদিকেও ঘুরে যেতে পারে গাড়িগুলি। বিদ্যাসাগর সেতুর জন্য জে অ্যান্ড এন আইল্যান্ড সাইড থেকে কে পি রোড ধরে আসা সব ধরনের যানবাহনকে ১১ ফারলং গেট দিয়ে ঘুরিয়ে হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জেস গেট রোড – স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে যাবে। খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড হয়ে বিদ্যাসাগর সেতুর পথে যাওয়া যানবাহনগুলিকেও হেস্টিং ক্রসিং থেকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড – স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের যাওয়ার নির্দেশ দেওয়া হবে। এছাড়াও থাকছে আরও কিছু ডায়ভারশন।

প্রসঙ্গত, ১৬ তারিখ শনিবার হলেও, ওই দিন অনেক অফিসই খোলা থাকে। ফলে কর্মস্থলে যাতায়াত বা অন্যান্য প্রয়োজনে ওইদিন প্রচুর মানুষ বাড়ি থেকে বের হবেন। তাঁদের মধ্যে অনেকেই কলকাতা থেকে হাওড়া বা হওড়া থেকে কলকাতার মধ্যে যাতায়াতও করবেন। সেক্ষেত্রে অনেকেই বিদ্যাসাগর সেতু দিয়েই যাতায়াতের পরিকল্পনা করতে পারেন। সেই দিক থেকে দেখতে গেলে তাঁদের অসুবিধার সম্মুখিন হতে হবে বলেই আশঙ্কা করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *