West Bengal BJP: মাঠজুড়ে তৃণমূল, প্রার্থীর অভাবে নিচুতলার কর্মীদের ‘একগাল মাছি’! কী সাফাই বঙ্গ বিজেপি নেতৃত্বের? – bjp third candidate list west bengal bjp leaders comments about the speculation


বুধবার দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করেছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। কিন্তু, সেই তালিকায় নাম নেই বাংলার। এদিকে শুরুতেই ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করে রাজনৈতিক রেসে অনেকটাই এগিয়ে গিয়েছিল গেরুয়া শিবির, এমনটাই মতামত ওয়াকিবহাল মহলের। এরপর ১০ তারিখ ‘খেলা হবে’-র বার্তা, ৪২ আসনেই প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল। ইতিমধ্যেই তাঁদের প্রচার ময়দানে দেখা যাচ্ছে। এদিকে বিজেপির দ্বিতীয় দফায় কাদের দেখা যাবে? তা নিয়ে একাধিক জল্পনা চলছিল।এদিকে নীচু তলার কর্মীদের একাংশের মধ্যে এই নিয়ে চর্চা চলছে। যে আসনগুলিতে নাম ঘোষণা হয়নি সেখানে তৃণমূলের প্রচারের পালটা ঢাল কী হবে? তা নিয়ে চলছে সমর কৌশলের প্রস্তুতি। গেরুয়া শিবিরের হুংকার- ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচাত্র মেদিনী।’ এদিকে কটাক্ষের সুর তৃণমূল নেতাদের কণ্ঠে। অমিত শাহের ‘বঙ্গে ক্ষমতায় আসার বার্তা’-র পালটা সুর চড়িয়েছেন কুণাল ঘোষ। তীব্র কটাক্ষ হেনে তাঁর মন্তব্য, ‘বাংলায় প্রার্থী পাচ্ছে না…’।

যদিও দ্বিতীয় প্রার্থী তালিকায় বাংলার নাম না থাকার কোনও প্রভাব বিজেপির নীচু তলার কর্মীদের মধ্যে পড়বে বলে মনে করছেন না বঙ্গ বিজেপি নেতারা। এই প্রসঙ্গে বাংলায় BJP-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘কোথাও কোনও হতাশা নেই। যাঁরা বিজেপি কর্মী তাঁরা জানে কোথায় কখন ভোটের তালিকা বার হয়। তৃণমূলের দেখে বিজেপি শিখবে না। দুই সদস্যের দল থেকে ৩০৩ সদস্যের দল হয়েছে। বিজেপি তার কাজটা করতে জানে। ঠিক সময় তালিকা বেরিয়ে যাবে।’

গেরুয়া শিবিরের তৃতীয় তালিকা কবে বেরোতে পারে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এদিকে এরই মধ্যে ফের একবার BJP-তে যাওয়ার কথা ঘোষণা করেছেন অর্জুন সিং। তিনি জানান, দিল্লিতে যাচ্ছেন শুক্রবার। যোগদান করবেন বিজেপিতে। উল্লেখ্য, ব্যারাকপুর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করেছে পার্থ ভৌমিককে। নৈহাটির বিধায়কের উপর গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। এরপরেই উলটো সুর শোনা যায় অর্জুন সিংয়ের কণ্ঠে।

BJP Second Candidates List: তারকা থেকে পোড়খাওয়া রাজনীতিক! BJP-র দ্বিতীয় তালিকায় বঙ্গে ‘তুরুপের তাস’ কারা? জল্পনা

২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময়ও ব্যারাকপুরে বিজেপির প্রার্থী ছিলেন অর্জুন সিং। নির্বাচনে লড়াই করে জয়ীও হন তিনি। কিন্তু, এরপর তিনি দল বদল করে তৃণমূলে ফিরেছিলেন। কিন্তু, লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক দলের টিকিট না পেয়ে ফের একবার উলটো সুর শোনা গেল তাঁর কণ্ঠে। বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় কাদের নাম থাকবে? এখন তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *