বৃহস্পতিবার সন্ধ্যায় নাম ঘোষণার পরেই দেওয়াল লিখন পথ সভায় প্রচার শুরু করলেন শ্রীরামপুরের বাম প্রার্থী। উত্তরপাড়া কাঁঠাল বাগান বাজার থেকে দেওয়াল লিখন ও প্রচার শুরু করলেন। দীপ্সিতা বাম তরুণ প্রজন্মের মুখ। ছাত্র রাজনীতি থেকে ভোটের ময়দানে নেমেছেন। শ্রীরামপুর টাফ সিট সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মত প্রার্থী রয়েছেন তৃণমূলের।
দীপ্সিতা বলেন, ‘৪২ টা সিটই টাফ। কারণ যাঁদের বিরুদ্ধে লড়াই তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। সাধারণ মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেয়। তাই ভোটারদের বলব, নিজের ভোটটা নিজে দিন। তারপর তো জয় পরাজয়।’ তিনি জানান, কারও মুখের কথায় বিশ্বাস করার দরকার নেই। আমাদেরও বিশ্বাস করবেন না। কাজ দেখে বিচার করুন। তৃণমূল এবং বিজেপিকে একযোগে আক্রমণ করে দীপ্সিতা ধর জানান, তিনটে সরকারকেই দেখেছেন। কারা কী করেছে দেখুন। সেটা ইউপিএ ১ এর একশ দিনের কাজ হোক,।রাইট টু ইনফরমেশান হোক বা রাইট টু এডুকেশান হতে পারে।
যদিও, বাম প্রার্থী এবং তৃণমূল প্রার্থী ঘোষণা হয়ে গেলেও বিজেপির তরফে এই কেন্দ্র থেকে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি। তবে দীপ্সিতা নিজে বালির নিশ্চিন্দা এলাকার বাসিন্দা। যেটি ডোমজুড় বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। হাওড়া জেলার এই কেন্দ্রটি আবার হুগলির শ্রীরামপুর আসনের মধ্যে পড়ছে। সেই কারণে, নিজের এলাকায় দীপ্সিতা ভালো লড়াই দিতে পারবেন বলেই মনে করছে স্থানীয় সিপিএম নেতৃত্ব।