ঠিক কী ঘটেছিল?
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, বাসটির গতি অনেকটাই বেশি ছিল। অপর একটি বাসকে তা ওভারটেক করতে গিয়েছিল। আর তাতেই ঘটে যায় বিপত্তি। তা ধাক্কা দেয় একটি পিলারে। বাসটির সামনের অংশ রীতিমতো তুবড়ে যায়। প্রবল ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা। বাসের সামনের অংশে থাকা যাত্রীরা আহত হয়েছেন। তাঁদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানা যাচ্ছিল। চিকিৎসকরা জানাচ্ছেন, প্রত্যেকের চিকিৎসা শুরু করা হয়েছে। হাওড়া ব্রিজ সবসময় ব্যস্ততম একটি রাস্তা। স্বাভাবিকভাবেই সেখানে এই দুর্ঘটনা ঘটে যাওয়ায় যানচলাচল বিঘ্নিত হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় বাসটিকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। আপাতত সেখানে যান চলাচল স্বাভাবিক।
রেষারেষির ঘটনা যাতে এড়ানো যায় সেই জন্য হামেশাই সতর্কতা অভিযান চালানো হয়ে যাকে পুলিশ থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও। শহরের একাধিক রাস্তায় লাগানো হয়েছে সচেতনতা মূলক পোস্টারও। সোশ্যাল মিডিয়ায় চালানো হয়েছে ব্যাপক প্রচার। কিন্তু, তা সত্ত্বেও পর্যাপ্ত সচেতনতার অভাব লক্ষ্য করা গিয়েছে অনেক সময়।
এদিন এক যাত্রী বলেন, বাসটি দ্রুত গতিতে যাওয়ার সময় অনেক যাত্রীই চালককে বিষয়টি নিয়ে সতর্ক করেছিলেন। কিন্তু, তিনি শোনেননি বলেও অভিযোগ। কী ভাবে এই দুর্ঘটনা ঘটেছে? সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। চালককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।