Kolkata East West Metro | Lok Sabha Election 2024: নতুন চালু হওয়া হাওড়া ময়দান মেট্রো রেলে চড়েই প্রচার হাওড়ার বিজেপিপ্রার্থী রথীন চক্রবর্তীর…।Rathin Chakrabarty BJP candidate Howrah campaign for Lok Sabha Election 2024 by the first day ride of Kolkata East West Metro


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুরু হয়ে গেল গঙ্গার নীচ দিয়ে মেট্রো চলাচল। শুক্রবার আনুষ্ঠানিকভাবে যাত্রীদের জন্য চালু হয়ে গেল হাওড়া ময়দান এসপ্লানেড মেট্রো। আর প্রথম দিনেই মেট্রো রেলে চেপে প্রচার সারলেন হাওড়া সদর বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে অ্যান্টি সাইক্লোন, চার-পাঁচ দিন ধরে বৃষ্টি! আগামীকালই শুরু?

যাত্রীদের সঙ্গে আলাপচারিতা ও চকোলেট দেওয়ার মাধ্যমে জনসংযোগের নতুন মাধ্যম বেছে নিলেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। প্রতিদিন হাওড়া থেকে কলকাতায় যান তিনি। স্টেশনের বাইরে ও ভিতরে উপস্থিত যাত্রীদের প্রতি তিনি আবেদন জানান, তাঁরা যেন বিজেপি প্রার্থীদের জয়ী করেন।

হাওড়া ময়দান মেট্রো চালু হওয়ার কারণে আজ, শুক্রবার ভোর থেকে অসংখ্য মানুষ ভিড় করেন মেট্রোর গেটের সামনে। নির্ধারিত সময়ে গেট খুললে প্রথমবারের জন্য মেট্রো চাপার জন্য সাধারণের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। বিজেপিপ্রার্থী রথীন জানান,’আজকের এই দিনটি এক ঐতিহাসিক দিন। আমরা গর্বিত, নরেন্দ্র মোদী এটা সকলের জন্য করেছেন। আমাদের কাছে কোনো বাধাই বাধা নয়। আমরা নরেন্দ্র মোদীর গর্বিত সৈনিক।’

পাশপাশি উপস্থিত বিজেপি নেতা উমেশ রাই দাবি করেন, ‘দেশের মধ্যে কলকাতাতেই প্রথম মেট্রোর সূচনা হয়েছিল। এর পর অনেক সরকার এসেছে, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল। যদিও নরেন্দ্র মোদীর হাত দিয়েই প্রথম গঙ্গার নীচ দিয়ে মেট্রো চালু হল। মোদীজি যেটা বলেন সেটাই করে দেখান, এটাই মোদীর গ্যারান্টি।’

আরও পড়ুন: Mamata Banerjee: ‘কালীপুজোর রাতে মৃত্যুর খবর যখন এল, জীবনে অমাবস্যা নেমে এল’ সুব্রতস্মৃতিতে কাতর মুখ্যমন্ত্রী

অনুপম রায়– আজ আমার প্রথম ইস্ট-ওয়েস্ট মেট্রো রাইড। এসপ্লানেড থেকে হাওড়া ভীষণ ভীষণ ভালো লেগেছে। এখন একদম নতুন। ঝকঝক করছে সবকিছু। এবং পরিষেবা মনে হয় মানুষের ভীষণ ভালো লাগবে। মানুষের উপকারে লাগবে। তাঁরা উপকৃত হবেন গোটা সিস্টেমটার জন্য। আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। এই মেট্রো রেল আরও ছড়িয়ে পড়ুক। সেক্টর ফাইভের সঙ্গে দ্রুত কানেক্টেড হোক। তাহলে মানুষের আরও সুবিধা হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *