Kolkata Metro : ইতিহাস সৃষ্টি কলকাতা মেট্রোর, আজ থেকেই গঙ্গার নীচে মানুষের যাতায়াত – kolkata metro esplanade to howrah maidan underwater service and other two sections are starts today


কলকাতা মেট্রোর নতুন ইতিহাস। মেট্রোর নতুন ৩ সেকশনের সূচনা। এসপ্ল্যানেড – হাওড়া ময়দান, জোকা – মাঝেরহাট ও কবি সুভাষ – হেমন্ত মুখোপাধ্যায় সেকশনের যাত্রা শুরু। এর মধ্যে গঙ্গার তলা দিয়ে প্রথম তৈরি এসপ্ল্যানেড – হাওড়া ময়দান রুট নিয়ে মানুষের মধ্যে রয়েছে সবচেয়ে বেশি উৎসাহ। কয়েকদিন আগে এই ৩ রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সেই সময় মেট্রোর সফরও করেন। তারপর থেকেই সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠতে থাকে, কবে থেকে ব্যবহার করা এই রুটগুলি। ইচিমধ্যেই মেট্রোর তরফে এক সাংবাদিক বৈঠকে জানিয়ে দেওয়া হয় যে ১৫ মার্চ শুক্রবার থেকেই এই ৩ নয়া সেকশনের যাত্রা শুরু। আর এদিন সেই অপেক্ষার অবসান।মেট্রোর তরফে জানান হয়েছে, সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রত্যেক দিন মোট ১৩০টি পরিষেবা (হাওড়া ময়দান থেকে ৬৫টি পরিষেবা ও এসপ্ল্যানেড থেকে ৬৫টি পরিষেবা) এই সেকশনে পাবেন যাত্রীরা। উভয় দিকে ১২ থেকে ১৫ মিনিটের ব্যবধানে পরিষেবা পাওযা যাবে৷ তবে রবিবার এই সেকশনে কোনও মেট্রো পাবেন না যাত্রীরা। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের উদ্দেশে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। আবার এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের জন্যও প্রথম মেট্রো সকাল ৭টায়। অন্যদিকে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী শেষ মেট্রো রাত্রি ৯টা ৪৫ মিনিটে। একইভাবে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের জন্য শেষ মেট্রো রাত্রি পৌনে দশটা।

এদিকে হেমন্ত মুখোপাধ্যায় – কবি সুভাষ সেকশনে প্রতিদিন ৪৮টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে। এর মধ্যে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত ২৪টি ও হেমন্ত মুখোপাধ্যায় থেকে কবি সুভাষ পর্যন্ত আরও ২৪টি পরিষেবা পাবেন যাত্রীরা। সপ্তাহে ৫ দিন সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ২০ মিনিটের ব্যবধানে পাওয়া যাবে পরিষেবা৷ তবে সপ্তাহান্তে অর্থাৎ শনি এবং রবিবার কোনও পরিষেবা পাওয়া যাবে না।

এই লাইনে সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের জন্য দিনের প্রথম পরিষেবা সকাল ৯টায় এবং হেমন্ত মুখোপাধ্যায় থেকে কবি সুভাষের উদ্দেশে প্রথম মেট্রোও সকাল ৯টায়। আবার কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায়গামী শেষ মেট্রো বিকেল ৪টে ৪০ মিনিটে। একইভাবে হেমন্ত মুখোপাধ্যায় থেকে কবি সুভাষগামী শেষ মেট্রোও বিকেল ৪টে ৪০ মিনিটে। এছাড়া জোকা – মাঝেরহাট সেকশনেও আজ থেকেই পরিষেবা। এই রুটে দিনে মোট ৩৬ পরিষেবা। উভয় দিক থেকেই দিনের প্রথম পরিষেবা সকাল সাড়ে ৮টায়। শেষ পরিষেবা বিকেল ৩টে ৩৫ মিনিটে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *