Kolkata Under Water Metro : ভোট বালাই! গঙ্গার তলায় মেট্রোয় থিকথিকে ভিড়, প্রচারে মাতলেন BJP প্রার্থী – rathin chakraborty bjp candidate political campaigning at kolkata under water metro


লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে জোর প্রচার শুরু করে দিয়েছে প্রত্যেক রাজনৈতিক দলই। দেওয়াল লিখন থেকে শুরু করে পাড়ায় পাড়ায় প্রচার, অভিনবত্ব আনার চেষ্টায় যুযুধান সব পক্ষই। সেরকমই, শুক্রবার সকালে হাওড়া ময়দান থেকে গঙ্গার নীচ দিয়ে চলা মেট্রোকেই নিজের প্রচার গাড়ি হিসেবে বেছে নিলেন হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী।শুক্রবার আনুষ্ঠানিকভাবে যাত্রীদের জন্য চালু হল হাওড়া ময়দান মেট্রো। আর প্রথম দিনেই মেট্রোয় চেপে মেট্রোর মধ্যেই অভিনব প্রচার সারলেন হাওড়া সদর বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। যাত্রীদের সঙ্গে আলাপচারিতা ও চকলেট দেওয়ার মাধ্যমে জনসংযোগের নতুন পন্থা বেছে নিলেন বিজেপি প্রার্থী।

রথীন চক্রবর্তী পেশায় একজন চিকিৎসক। প্রতিদিন হাওড়া থেকে কলকাতার নিজস্ব চেম্বারে যান। যদিও শুক্রবার মেট্রো চালু হওয়াতে গাড়ি ব্যবহার না করে মেট্রোকেই তিনি বেছে নেন যাতায়াতের মাধ্যম হিসেবে। পাশপাশি মেট্রোর বাইরে ও ভিতরে উপস্থিত যাত্রীদের প্রতি বিজেপিকে আসন্ন লোকসভা নির্বাচনে জয়ী করার আবেদন জানান। হাওড়া ময়দান মেট্রো চালু হওয়ার কারণে ভোর থেকে অসংখ্য মানুষ ভিড় করেন মেট্রোর গেটের সামনে।

শহরের বড় প্রাপ্তি, যাত্রী নিয়ে গঙ্গার নীচ দিয়ে মেট্রোর সফর শুরু

নির্ধারিত সময়ে গেট খুললে প্রথমবারের জন্য মেট্রো ছাপার জন্যই উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী বলেন, ‘আজকের এই দিনটি এক ঐতিহাসিক দিন। আমরা গর্বিত নরেন্দ্র মোদী এটা সকলের জন্য করেছেন। আমাদের কাছে কোনও বাধাই বাধা নয়। আমরা নরেন্দ্র মোদীর গর্বিত সৈনিক।’ পাশপাশি উপস্থিত বিজেপি নেতা উমেশ রাই দাবি জানান, দেশের মধ্যে কলকাতাতেই প্রথম মেট্রোর সূচনা হয়েছিল। এরপর অনেক সরকার এসেছে, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল। যদিও নরেন্দ্র মোদীর হাত দিয়েই প্রথম গঙ্গার নিচ দিয়ে মেট্রো চালু হল। মোদি যেটা বলেন সেটাই করে দেখান, এটাই ‘মোদীর গ্যারান্টি।’

Kolkata Under Water Metro : ভোর থেকেই টিকিটের লাইন! গঙ্গার নীচ দিয়ে ছুটল প্রথম মেট্রো, উচ্ছ্বসিত যাত্রীরা
আজকে গঙ্গার নীচ দিয়ে এই মেট্রো চালু হওয়ায় ভোর রাত থেকেই এদিন যাত্রীরা মেট্রোর গেটের সামনে এসে জড়ো হন। প্রথম দিনের অভিজ্ঞতা ভাগ করে নিতে কলকাতা ও হাওড়ার বহু মানুষের মধ্যে আগ্রহ ছিল চোখে পড়ার মতো। থিকথিকে ভিড় ছিল গোটা মেট্রো স্টেশন চত্বরে। সেই সুযোগকে কাজে লাগানোর সুযোগ হাতছাড়া করলেন না বিজেপি প্রার্থী। প্রার্থীকে সামনে পেয়ে কুশল বিনিময় করলেন অনেকে। সব মিলিয়ে গঙ্গার নীচে প্রথম মেট্রো যাত্রা সাক্ষী থাকল অনেক কিছুর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *