Lok Sabha Election : হুগলিতে মুখোমুখি রচনা বনাম লকেট, প্রাক্তন দুই সহকর্মীর লড়াই নিয়ে কী বার্তা বিধায়ক কাঞ্চনের? – kanchan mullick comments on locket chatterjee rachana banerjee political fight in hooghly lok sabha constituency


লকেট vs রচনা, হুগলিতে রীতিমতো জমজমাট লড়াই। গত লোকসভা নির্বাচনে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে জয় ছিনিয়ে এনেছিলেন বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এই বারেই সংশ্লিষ্ট কেন্দ্রে বিজেপির প্রার্থী তিনিই। এদিকে এবার সেখানে ‘দিদি নং ১’ রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করে রীতিমতো চমকে দিয়েছে তৃণমূল। আর একদা সহকর্মী এই দুই অভিনেত্রীর ‘হাড্ডাহাড্ডি লড়াই’ দেখতে মুখিয়ে গোটা বাংলা।টলিপাড়ার অন্যতম সদস্য হওয়ায় রচনা এবং লকেট দু’জনের সঙ্গেই কাজ করেছেন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। এই দুই নায়িকার লড়াই প্রসঙ্গে ঠিক কী বললেন তিনি? এদিন কাঞ্চন বলেন, ‘রচনা দিদির দূত হয়ে দাঁড়াচ্ছেন। তিনি এখন তৃণমূলের প্রতিনিধি। ঠিক যেমন লকেট চট্টোপাধ্যায় বলেছিলেন, এটা লকেট বনাম রচনা নয়, মোদী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই। তাহলে সেই কথাটা আমিও রিপিট করি।’ প্রথমবার ভোট ময়দানে নেমেই লোকসভার প্রার্থী রচনা।

রাজনীতির ময়দানে নিউকামার সহকর্মীকে কি কোনও টিপস দিতে চান সিনিয়র কাঞ্চন? অল্প হেসে সযত্নে এড়িয়ে যান তিনি। বলেন, ‘ওর একটা দারুণ ফ্যান বেস রয়েছে। ও এমনই মানুষদের হয়ে কাজ করে, সমস্ত স্তরের দিদিদের জন্য কথা বলে। সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আমাদের দল রয়েছে।’

উল্লেখ্য, দিদি নং ১-এর মঞ্চেও আগে দেখা গিয়েছে কাঞ্চন মল্লিককে। তাঁর সঙ্গে একাধিক ছবিতে কাজও করেছেন রচনা। প্রসঙ্গত, রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি। অনেকেই তাঁদের পুরনো ছবির ক্লিপিংস টেনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের বার্তা দিয়েছেন।

একটি ছবিতে বড় বউয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন রচনা। যেখানে দায়িত্বশীল ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। অন্যদিকে, হিংসুটে জায়ের ভূমিকায় দেখা গিয়েছিল লকেট চট্টোপাধ্যায়কে। পুরনো সেই ছবি অনেকেই সামনে নিয়ে এসেছেন।

Rachana Banerjee News: লড়াইটা রচনার সঙ্গে লকেটের‌ই, রিলের ‘ছোট জা’-কে ঝাঁঝাল জবাব দিদি নং ১-এর

এদিকে লকেট চট্টোপাধ্যায় লড়াইটা মোদী বনাম মমতা বললেও কিছুটা সম্মুখ সমরের বার্তা শোনা গিয়েছে রচনার কণ্ঠে। তিনি বিধানসভায় গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট বলেছিলেন, ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি, লকেট মোদীর প্রতিনিধি। তাহলে লড়াইটা লকেট বনাম রচনা হল না?’

এখন দেখার এই কেন্দ্রে জয়ী কে হন? ইতিমধ্যেই প্রচার ময়দান দাপিয়ে বেড়াচ্ছেন লকেট চট্টোপাধ্যায়। পিছিয়ে নেই রচনাও। দুই টলি মুখই এখন মানুষের কাছে প্রচারের মাধ্যমে নিজেদের বার্তা পৌঁছে দিচ্ছেন। শেষ হাসি কে হাসবেন? এখন তাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *