Mamata Banerjee News : মুখ্যমন্ত্রীর দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের কমিটি গঠন, দায়িত্বে খোদ কমিশনার – mamata banerjee injury one high level enquiry committee has been formed


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় আঘাত পাওয়ার ঘটনায় SSKM-এর তরফে ‘পুশ ফ্রম বাহাইন্ড’ শব্দটি ব্যবহার করা হয়েছিল, যা অর্থ পেছন থেকে ধাক্কা লাগা। যদিও পরে সেই কথার ব্যাখ্যাও দিয়েছিলেন SSKM অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়।শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অনুসন্ধান কমিটি গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, মোট তিন সদস্যের এই কমিটির মাথায় থাকছেন খোদ কমিশনার। এছাড়াও ডিসি সাউথ এবং আইসি কালীঘাট এই কমিটির সদস্য হচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য এই কমিটি গঠন করা হচ্ছে বলে সূত্রের খবর। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই অনুসন্ধান কমিটি গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, দুপুরে ভবানী ভবনে দীর্ঘ বৈঠক হয় পুলিশ কর্তাদের।

২০২২ সালে জুলাই মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কড়া নিরাপত্তা পেরিয়ে প্রবেশের চেষ্টা করে এক যুবক। হাফিজুল মোল্লা নামে ওই যুবক কী ভাবে প্রবেশ করেছিল কালীঘাটের বাড়ির মধ্যে, তা নিয়ে উঠছিল প্রশ্ন। সারারাত ঘাপটি মেরে থেকে পরে তাকে রড হাতে দেখতে পেয়ে গ্রেফতার করে পুলিশ। জেরায় হাফিজুল জানিয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাঁতিল টপকে ভিতরে যায় সে।

এরপরে তাঁর কালীঘাটের বাড়ির নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়। বৃহস্পতিবার রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি সামনে আসে, যেখানে তাঁর কপালে গভীর ক্ষত লক্ষ্য করা যায়। গড়িয়ে পড়ছিল রক্তও। তা দেখে রীতিমতো শিউরে ওঠেন সকলে।

মমতা বন্দ্যোপাধ্যায়কে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর কপালে ৩টি এবং নাকে একটি সেলাই দেওয়া হয়। কী ভাবে তাঁর আঘাত লাগে, তা স্পষ্ট নয়। যদিও SSKM-এর তরফে পুশ ফ্রম বাহাইন্ড শব্দটি ব্যবহার করা হয়। যদিও পরবর্তীকালে SSKM অধিকর্তা তাঁর মন্তব্যের ব্যাখ্যা করে বলেন, ‘মাথা ঘোরালেও অনেক সময় এই অনুভূতি হতে পারে।’

Mamata Banerjee SSKM : ‘মাথা ঘুরে পড়লে ধাক্কা দেওয়ার অনুভূতি হতে পারে’, মমতার বুলেটিনের ব্যাখ্যা SSKM অধিকর্তার

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শুক্রবার যান পুলিশ কমিশনার। তাঁর সঙ্গে কথা বলেন। এরপরেই এই বিশেষ অনুসন্ধান কমিটি গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে তাঁর কালীঘাটের বাড়িতে যান রুজিরা বন্দ্যোপাধ্যায়। তাঁর শারীরিক পরিস্থিতির খোঁজ নেন অভিষেক জায়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনা করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *