রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতা নিয়ে কুরুচিকর আক্রমণের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। এর প্রতিবাদে মিছিলে ডাক দেওয়া হল তৃণমূল কংগ্রেসের তরফে।তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেই ভিডিয়োতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অসুস্থতা নিয়ে কিছু মন্তব্য করতে শোনা যায়। সেই মন্তব্যের প্রতিবাদে এবার প্রতিবাদ আন্দোলনের ডাক দিল তৃণমূল কংগ্রেস।
আগামীকাল, শনিবার এই মিছিলের আয়োজন করা হবে। মিছিলের পাশাপাশি পথ সভার আয়োজনের ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে। এই মিছিল করা হবে খেজুরিতে। তৃণমূল নেতা কুণাল ঘোষকে এই মিছিলের নেতৃত্ব দিতে বলা হয়েছে। আগামীকাল তাঁরা এই প্রতিবাদ মিছিলের আয়োজন করবেন।